X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে না খেলা নিয়ে ডি ভিলিয়ার্সের ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৯, ১৭:৪১আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৮:১৭

এবি ডি ভিলিয়ার্স অবশেষে মুখ খুললেন এবি ডি ভিলিয়ার্স। বিশ্বকাপে তার দক্ষিণ আফ্রিকা দলে থাকতে চাওয়ার যে খবর আলোড়ন তৈরি করেছিল ক্রিকেট বিশ্বে, তা নিয়ে প্রথমবার কথা বলেছেন এই ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকা তখন নিজেদের হারিয়ে খুঁজছে। ক্রিকেট বিশ্বের প্রোটিয়া সমর্থকদের মনে একটাই আক্ষেপ, ‘ইস, এবি ডি ভিলিয়ার্স যদি থাকতেন’! এরই মধ্যে বোমা ফাটে ডি ভিলিয়ার্সের বিশ্বকাপ দলে থাকতে চাওয়ার খবরে। ‘ক্রিকইনফো’র ছাপানো খবরের সত্যতা পেতেও সময় লাগেনি। যদিও ‘মূল চরিত্র’ ডি ভিলিয়ার্স ছিলেন নীরব। এতদিন পর ওই ইস্যু নিয়ে প্রথমবার কথা বলেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, তিনি কোনোভাবেই দলে থাকার দাবি তোলেননি। তবে আগে থেকেই জানিয়ে রেখেছিলেন দলের প্রয়োজন পড়লে ‘খোলা আছে ফেরার দরজা’। বিশ্বকাপের দল ঘোষণার একদিন আগে সেই বিষয় নিয়েই প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসির সঙ্গে আলোচনা করার দাবি ২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই ব্যাটসম্যানের।

টুইটারে তার ব্যাখ্যা, ‘উপযুক্ত কারণেই আমি অবসর নিয়েছি। তখন আমাকে কেউ একজন ‍বলেছিল বিশ্বকাপে আমাকে পাওয়া যাবে কিনা, আমি দরজা খোলা রেখেছিলাম। জানতাম দল এগিয়ে যাবে, তাতে কোনও সমস্যা দেখি না। আর কারও ওপর আমার রাগও নেই।’

বিশ্বকাপে খেলার জন্য ডি ভিলিয়ার্সের যোগাযোগের খবরে অনেকে তাকে ‘স্বার্থপর’ হিসেবে উল্লেখ করেছিলেন। যদিও প্রোটিয়া ব্যাটস্যান নিশ্চিত করেছেন, তিনি মোটেও জোর করেননি। তার বক্তব্য, ‘আমার কোনও চাহিদা ছিল না। বিশ্বকাপ স্কোয়াডে থাকতে কোনও জোর করিনি। তাছাড়া দলে থাকাটা আমি প্রত্যাশাও করিনি।’

বিশ্বকাপ শুরুর পর ‘ক্রিকইনফো’র খবর ছিল, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণার ২৪ ঘণ্টা আগে ডি ভিলিয়ার্স বিশ্বকাপে থাকার কথা জানিয়েছিলেন অধিনায়ক দু প্লেসি ও কোচ ওটিস গিসবনকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের উত্তর ছিল ‘না’। পরে এই খবরের সত্যতা পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জোন্ডির বিবৃতিতে।

দু প্লেসির সঙ্গে কথা হওয়া প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘ফাফ (দু প্লেসি) আর আমি সেই স্কুল জীবন থেকে বন্ধু। বিশ্বকাপের দল ঘোষণার আগে আমি ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আমি ভালো ফর্মে ছিলাম, তাই উদ্দেশ্যহীনভাবে এক বছর আগের কথাই বলেছিলাম যে, দরকার হলে আমি আছি।’

টাকার জন্য জাতীয় দল ছেড়েছেন, এই অভিযোগও আছে তার বিরুদ্ধে। ডি ভিলিয়ার্সের সহজ বক্তব্য, ‘কাজের ভার কমাতে এবং স্ত্রী ও সন্তানকে সময় দিতে আমি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ি। অনেকেই বলে আমি টাকার জন্য ছেড়েছি, যা একেবারেই ভুল। টাকার জন্য হললে বিশ্বের সব লোভনীয় প্রস্তাবগুলো ফিরিয়ে দিতাম না।’

কিন্তু এতদিন পর এই বিষয় কেন সামনে আনলেন ডি ভিলিয়ার্স? কারণটা স্পষ্ট করেছেন টুইটের শুরুতেই। বিশ্বকাপের মধ্যে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের মোটেও বিভ্রান্ত করতে চাননি তিনি। এরপরও অবশ্য প্রোটিয়াদের বিশ্বকাপ মোটেও ভালো কাটেনি। বাজে শুরুর পর শেষ দিকে জ্বলে উঠলেও শেষ করতে হয়েছে সপ্তম হয়ে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!