X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

উপমহাদেশের বাইরের কেউ হবেন ক্রিকেট দলের কোচ!

রবিউল ইসলাম, লন্ডন থেকে
১৩ জুলাই ২০১৯, ২০:৪১আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২০:৪৫

উপমহাদেশের বাইরের কেউ হবেন ক্রিকেট দলের কোচ! বিশ্বকাপে দলের অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী কোচ নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিকেট মহলে। তবে রোডসের উত্তরসূরী যে উপমহাদেশের বাইরের কেউ হবেন তা মোটামুটি নিশ্চিত। বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায় তেমনই ইঙ্গিত।

আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল শেষে সংবাদ মাধ্যমকে বোর্ড প্রধান বলেছেন, ‘আমরা উপমহাদেশের কাউকে পরবর্তী কোচ হিসেবে ভাবছি না। তবে যিনিই দায়িত্ব নিন, উপমহাদেশের দল সম্পর্কে তার ধারণা থাকতে হবে।’

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর নতুন কোচ পেতে বেশ সময় লেগেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর দায়িত্ব নিয়েছিলেন স্টিভ রোডস। তবে এবার বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই নাজমুল হাসানের বিশ্বাস, ‘হাথুরুসিংহে চলে যাওয়ার পর আমরা কোচ খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমরা যাদের নিয়ে আগ্রহী ছিলাম, তাদের অনেকেই নিজ দলের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন। নতুন কোচ নেওয়ার জন্য এটাই সেরা সময়। আশা করি, এবার আমরা একজন ভালো কোচ পাবো।’

ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, চার বছর কোচের দায়িত্বে থাকা হাথুরুসিংহেকে ফিরিয়ে আনা হতে পারে। বিসিবি সভাপতি অবশ্য এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি, ‘হাথুরুসিংহের সঙ্গে আমাদের কোনও যোগাযোগ হয়নি। শ্রীলঙ্কার সঙ্গে উনার কতদিন চুক্তি বাকি সেটাও আমরা জানি না। আমরা (কোচের) দরখাস্ত করার বিষয়টি ওপেন রাখবো। তিনি (হাথুরুসিংহে) অংশ নিলে তো ভালোই। তাকে অন্যদের মতো গুরুত্ব দেওয়া হবে। তাকে নেওয়া হবেই না এমন কোনও ব্যাপার নেই।’

শুধু রোডস নন, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর ফিজিও থিলান চন্দ্রমোহনকেও বিদায় জানিয়েছে বিসিবি। তবে কয়েক মাসের মধ্যে সব জায়গা পূরণ করতে আশাবাদী নাজমুল হাসান, ‘হেড কোচ, পেস বোলিং কোচ আর ফিজিও এখন আমাদের টার্গেট। আশা করি, শিগগিরই এই তিনটি পদে লোক পেয়ে যাবো।’

সবশেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনার কথা জানিয়ে বিসিবি প্রধানের মন্তব্য, ‘২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গড়তে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার এটাই সেরা সময়। আমরা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এগোতে চাই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা