X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ফেভারিট: মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ২২:৩৩আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২২:৩৫

মোসাদ্দেক হোসেন বিশ্বকাপ শেষ হতে না হতেই আবার অনুশীলনে নেমে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। মিশন এবার শ্রীলঙ্কা। দ্বীপ দেশটি সফরে মাশরাফিরা খেলবে তিন ওয়ানডে। এই সফরে নিজেদের ফেভারিটের জায়গায় রাখছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু করা মিশনে শেষভাগে ছন্দ ধরে রাখতে না পারায় অষ্টম হতে হয়েছে পয়েন্ট টেবিলে। যদিও ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ‍চমৎকার পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটারদের মনে আক্ষেপের সঙ্গে আত্মবিশ্বাসও জুগিয়েছে। এবার সেটা পুঁজি করে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি চলছে।

বিশ্বকাপটা শ্রীলঙ্কার খুব একটা ভালো কাটেনি। হতাশার মধ্যে বড় প্রাপ্তি ইংল্যান্ডের বিপক্ষে চমৎকার জয়ের স্মৃতি। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও অভিজ্ঞতার বিচারে লঙ্কানদের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন মোসাদ্দেক। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ফেভারিট।’

কারণটা ব্যাখ্যা করেছেন পরের কথায়, ‘ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ওদের (শ্রীলঙ্কা) চেয়ে ভালো অবস্থানে আছি আমরা। তাছাড়া যদি অভিজ্ঞতার কথা বলেন, সেখানেও আমরা ওদের চেয়ে ভালো জায়গায় আছি।’

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। অন্যদিকে চোটের কারণে বল করতে পারছেন না মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বল হাতে দেখা যায়নি তাকে। এই অবস্থায় স্পিন আক্রমণে মোসাদ্দেককে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বোলিং নিয়ে তার বক্তব্য, ‘সাকিব ভাই শ্রীলঙ্কা সিরিজে যাচ্ছেন না আমাদের সঙ্গে। এই কারণে বোলিংয়ে আমার সুযোগটা আরও বেশি আসতে পারে। হয়তো শুরুর দিকেই আমাকে বোলিংয়ে আসতে হবে। কিংবা আরও বেশি ওভার বল করার সুযোগ আসবে। যদি বেশি ওভার বল করতে হয়, তাহলে অবশ্যই সেজন্য আমি প্রস্তুত আছি।’

দলের জন্য যে কোনও পরিস্থিতিতে নিজের সেরাটা দিতে প্রস্তুত থাকার কথাও শুনিয়েছেন তরুণ এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে কার্যকরী ভূমিকা রাখলেও বিশ্বকাপে উল্লেখযোগ্য পারফরম্যান্স ‍নেই তার। শ্রীলঙ্কা সিরিজে তাই সব সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর মোসাদ্দেক।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা