X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘শ্রীলঙ্কা সিরিজ অনেক বেশি চ্যালেঞ্জিং’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ১৮:২৮আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৮:৪১

তামিম ইকবাল (ফাইল ছবি) সাকিব আল হাসান নেই, শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগের দিন চোট নিয়ে বাদ পড়লেন মাশরাফি মুর্তজাও। দুই সিনিয়র তো নেই, সঙ্গে বিশ্বকাপ খেলা একাধিক খেলোয়াড়ও থাকছেন না। তাতে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ পাচ্ছে না পূর্ণ শক্তির দল। এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তাই টাইগারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং মনে করছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল।

বিশ্বকাপ খেলে ছুটি নিয়েছেন সাকিব। দেশে ফেরেননি এখনও। ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন লিটন দাসও। চোটের কারণে বাদ পড়েছেন মাশরাফি ও মোহাম্মদ সাইফউদ্দিন। দলের নেতৃত্ব পেয়েছেন তামিম। নিজের দায়িত্ব ঠিকভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করতে চান তিনি, ‘বোর্ড যে দায়িত্ব দিয়েছে, সেটা ঠিকভাবে পালনের চেষ্টা করবো। তবে আমার মনে হয়, সিরিজটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দলের প্রমাণ করার অনেক কিছু আছে। চোট ও অন্য কারণে দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার এই সিরিজে যাচ্ছেন না। আমার মতে, এই সিরিজ অনেক বেশি চ্যালেঞ্জিং।’

চ্যালেঞ্জিং হলেও সাফল্যের প্রত্যাশা তামিমের কণ্ঠে, ‘শ্রীলঙ্কা তাদের ঘরের কন্ডিশনে অনেক শক্তিশালী দল। তবে এর আগের সিরিজগুলোতে আমরা ওদের মাঠে অনেক ভালো করেছি। এবারও ভালো না করার কোনও কারণ দেখি না।’

হঠাৎ করে দলের নেতৃত্ব পেলেন, এই দায়িত্ব চাপে ফেলছে কিনা প্রশ্নে তার উত্তর, ‘এমন পরিস্থিতিতে আমি এর আগেও অধিনায়কত্ব করেছি। আর আমাদের দলে যে ক্রিকেটাররা আছেন, তারা সবাই দারুণ। আমার মনে হয়, আমরা শ্রীলঙ্কায় বেশ ভালো করবো।’

তামিমের নেতৃত্বে শনিবার দেশ ছেড়েছেন দলের ৭ খেলোয়াড়। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ ভারত থেকে দলের সঙ্গে যোগ দেবেন। বাকিরা যাবেন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে।

পুরো দল একসঙ্গে না পাওয়া এবং ইনজুরি সমস্যা নিয়ে তামিম বললেন, ‘ইনজুরির ব্যাপারটা তো আসলে আমাদের হাতে নেই। তাই এটা মেনে নিয়েই আমাদের খেলতে হবে। আর এই দলে যে ১৪ জন সুযোগ পেয়েছে তারা সবাই এখানে খেলার যোগ্য বলেই সুযোগ পেয়েছে।’

শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ জুলাই, কলম্বোতে। এর আগে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তামিমরা। সিরিজের সব কটি ম্যাচ গাজী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা