X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই ধোনি

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৯, ১৭:০৫আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৭:৪০

মহেন্দ্র সিং ধোনি নেই ওয়েস্ট ইন্ডিজ সফরে।

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে গুঞ্জন ছিল বিশ্বকাপের পর থেকেই। বলা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে দল ঘোষণা হলেই বোঝা যাবে তার সবশেষ অবস্থা। অবশ্য এখনও বোঝা যাচ্ছে না পরিস্থিতি। কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

ধোনির অবসর নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের সামনে। তিনি জানিয়ে দিয়েছেন অবসরের সিদ্ধান্ত নির্ভর করছে পুরোপুরি ধোনির ওপর, ‘অবসর আসলে পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটার ভালো করেই জানে কখন অবসর নিতে হবে।’

ধোনি প্রসঙ্গে নির্বাচক প্রধান আরও বলেন, ‘আমার মনে হয় না এ বিষয়ে আরও কিছু বলার দরকার আছে। কারণ প্রথমত সে এই সফরে নেই। দ্বিতীয়ত সে তরুণ ক্রিকেটারদের ইতোমধ্যে সহায়তা করছে।’  

সিরিজ উপলক্ষে আজকেই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে। টেস্ট স্কোয়াডে নেই পান্ডিয়া।

টেস্ট দলে দীর্ঘ এক বছর পর ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিনও। অশ্বিন ২০১৮ সালের ডিসেম্বরের পর থেকে চোটের কারণে ছিলেন না। স্পিনার হিসেবে দলে তার সঙ্গী রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব।

সীমিত ওভারের সিরিজে বেশ কিছু নতুন মুখ রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পেসার নবদীপ সৈনি ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন। একইভাবে লেগ স্পিনার রাহুল চাহারও রয়েছেন টি-টোয়েন্টি দলে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ওপেনার শিখর ধাওয়ান ফিরেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রয়েছেন তিনি।

সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ৩ আগস্ট টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দু’ দলের লড়াই। 

টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।

ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও নবদীপ সৈনি।

টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল,  শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, ক্রুনাল পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ‍ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, দীপক চাহার ও নবদীপ সৈনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী