X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কেইনের দুর্দান্ত গোলে রোনালদোদের হতাশা

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৯, ২১:১৮আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:২৪

দারুণ এক গোল করেছেন হ্যারি কেইন ক্রিস্তিয়ানো রোনালদো গোল পেলেন, তার আগে লক্ষ্যভেদ করলেন গনসালো হিগুয়েইন, এরপরও হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ‍প্রাক-মৌসুম প্রস্তুতিতে এই দুই তারকার দল জুভেন্টাস হেরে গেছে টটেনহামের বিপক্ষে। হ্যারি কেইনের দুর্দান্ত এক গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি।

ইন্টারন্যাশনাল ‍চ্যাম্পিয়নস কাপে নিজেদের শক্তি দেখালো টটেনহাম। পিছিয়ে পড়েও ইনজুরি টাইমের নাটকীয়তায় জয় নিয়ে মাঠ ছেড়েছে ‍গতবারের ইউরোপ রানার্স-আপ। আর এই জয়ে সবটুকু আলো নিজের ওপর নিয়েছেন কেইন। ইংলিশ স্ট্রাইকার মাঝ বৃত্ত থেকে করেন দেখার মতো এক গোল। জুভেন্টাস গোলরক্ষক ওইচেখ শেজনিকে এগিয়ে থাকতে দেখে ওড়ানো শটে করেন স্মৃতিতে সাজিয়ে রাখার মতো গোল। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটের ওই লক্ষ্যভেদেই জয় নিশ্চিত হয় টটেনহামের।

সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচে শুরুতে স্পার্সই এগিয়ে গিয়েছিল এরিক লামেলার লক্ষ্যভেদে। টোরি প্যারোটের আড়াআড়ি শট ঝাঁপিয়ে প্রতিহত করেছিলেন জিয়ানলুইজি বুফন। কিন্তু তার ঠেকানো বলে পা ছুঁয়ে জালে জড়ান লামেলা। ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহাম।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে সময় লাগেনি জুভেন্টাসের। বদলি হয়ে নামা হিগুয়েইনের লক্ষ্যভেদে খেলায় ফেরে ‍ইতালিয়ান ‍চ্যাম্পিয়নরা। মিনিট ‍চারেক পর এগিয়েও যায় জুভরা। এবার স্কোরশিটে নাম তোলেন রোনালদো। মাতিয়া দি শিগিলিয়োর পাস থেকে জাল খুঁজে পান পর্তুগিজ যুবরাজ।

সমতায় ফিরতে সময় নেয়নি টটেনহামও। ৬৫ মিনিটে ইংলিশ ক্লাবটি ব্যবধান ২-২ করে লুকাস মোউরা লক্ষ্যভেদ করলে। ওই স্কোরলাইনেই খেলা শেষ হওয়ার দিকে এগোচ্ছিল। কিন্তু শেষ দান নিয়ে অপেক্ষায় ছিলেন কেইন। ইনজুরি টাইমের অসাধারণ ওই গোলটিতেই তিনি নিশ্চিত করেন টটেনহামের জয়। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!