X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় শুধু ক্রিকেট নিয়েই ভাবছেন তামিম (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০১৯, ২২:৩৫আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৭:১৫

তামিম ইকবাল তিন মাস আগেই শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে হয়েছিল ভয়াবহ সন্ত্রাসী হামলা। তিনটি গীর্জা ও তিন অভিজাত হোটেলে আত্মঘাতী বোমা হামলায় মারা যান অন্তত ২৫৯ জন নিরীহ মানুষ। ওই ঘটনার পর প্রথম আন্তর্জাতিক দল হিসেবে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ ক্রিকেট দল, খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু এর কোনও প্রভাব সিরিজে পড়ুক চান না ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল।

আগামী শুক্রবার কলম্বোতে হবে সিরিজের প্রথম ম্যাচ। চার দিন আগে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে তামিম জানান, কয়েক বছর আগে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তখন শ্রীলঙ্কা ক্রিকেট যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিল, সেটাই মনে করালেন এই ওপেনার। আর এখন শুধুই ক্রিকেট নিয়ে ভাবতে চান তিনি।

শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টির কথা জানিয়ে তামিম বলেছেন, ‘এই সফরে যেভাবে আমাদের দেখভাল করছে, তাতে করে শ্রীলঙ্কা ক্রিকেটকে আমরা ধন্যবাদ জানাই। নিরাপত্তা ও অনুশীলনে সুযোগ সুবিধা দেওয়া থেকে শুরু করে সবকিছুতে তারা আমাদের সর্বোচ্চ খেয়াল রাখছে। কয়েক মাস আগে শ্রীলঙ্কায় ঘটে যাওয়া ঘটনার পর আমরা জানতে পারলাম এই সফরের কথা। আমি মনে করি প্রত্যেকে এই দিনটার জন্য মুখিয়ে ছিল।’

দুঃসময়ে প্রত্যেক দলকে একে অপরের পাশে দাঁড়াতে হবে বললেন তামিম। আর এখন তার ভাবনায় শুধুই ক্রিকেট, ‘খুব বেশিদিন আগে নয়, আমরাও একই পরিস্থিতির মধ্যে ছিলাম। আমার মনে পড়ে বাংলাদেশ ক্রিকেটকে সহায়তা করার জন্য এগিয়ে আসা দলগুলোর একটি ছিল শ্রীলঙ্কা। ক্রিকেটে আমরা সবাই একটি পরিবারের মতো। তাই এই ধরনের পরিস্থিতি যখনই আসবে তখনই একে অন্যকে সাহায্য করতে হবে। সত্যি বলছি, আমরা এখানে স্বাচ্ছন্দ্যে আছি এবং আমরা ক্রিকেট ছাড়া অন্য কিছুই ভাবছি না। হোটেলে ছেলেরা উপভোগ করছে, এমনকি তাদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়লেও একেবারেই নিরাপদ মনে করছে। আমি আশা করি এই সিরিজ দারুণ হতে যাচ্ছে। এই দুই দল খুব ভালো এবং আমাদের অনেক কিছু প্রমাণ করার আছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন