X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হাথুরুসিংহের সঙ্গে কথা হয়নি বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ২০:২৩আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:২৬

চন্ডিকা হাথুরুসিংহে স্টিভ রোডসের বিদায়ের পর থেকে বাংলাদেশের নতুন কোচের আলোচনায় চন্ডিকা হাথুরুসিংহের নাম। সেই গুঞ্জন আরও ডালপালা মেলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাংলাদেশের সাবেক কোচকে পদত্যাগ করতে বলায়। তাহলে কি আবারও হাথুরুসিংহে অধ্যায়? যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, লঙ্কান কোচের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি তাদের।

কার্ডিফে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সময় হাথুরুসিংহের সঙ্গে কথা হয়েছিল বিসিবি কর্তাদের। ব্রিস্টলেও শ্রীলঙ্কান কোচের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বিসিবির কয়েকজনের। যদিও নতুন কোচ নিয়োগে হাথুরুসিংহের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছেন বোর্ড প্রধান নাজমুল।

বুধবার ধানমন্ডিতে নিজের বেক্সিমকো কার্যালয়ে সংবাদমাধ্যমকে হাথুরুসিংহে প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এখন তো সিরিজ চলছে। হাথুরুসিংহের সঙ্গে এখন কথা বলা নিষেধ। এছাড়া এটা নিয়ে যে তথ্য এসেছে (হাথুরুসিংহের সঙ্গে আলোচনা), সেটা ঠিক নয়। এই সিরিজের পর সে আসতে চাইলে তার সঙ্গে আলোচনা হবে। ও রকম  নির্দিষ্ট কিছু (আলোচনা) আমাদের এখনও কারও সঙ্গে হয়নি।’

আগামী ২৭ জুলাই বোর্ড সভা, সেখানে প্রধান কোচের বিষয়টি নিশ্চিত না হলেও বোলিং কোচ চূড়ান্ত হয়ে যাবে। তবে কারা কোচের তালিকাতে আছেন, সে ব্যাপারে বিস্তারিত জানাননি বিসিবি প্রধান।

অন্যদিকে প্রধান কোচের তালিকায় হাথুরুসিংহের পাশাপাশি গ্যারি কারস্টেন ও মিকি আর্থারের নাম শোনা যাচ্ছে। বোলিং কোচ হিসেবে অনেকের কথা শোনা গেলেও সবচেয়ে বেশি আলোচনায় অ্যালান ডোনাল্ড। ২০১৬ সালে কোর্টনি ওয়ালশের নিয়োগের আগেও সাবেক এই প্রোটিয়া পেসারকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল। যদিও তাকে ছাপিয়ে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ক্যারিবিয়ান তারকাকে।

কোচ নিয়োগ নিয়ে নাজমুলের বক্তব্য, ’২৭ জুলাই বোর্ড মিটিং আছে। ওখানে বোলিং কোচের বিষয়টি নিশ্চিত করা যাবে। তবে প্রধান কোচের ব্যাপারে হয়তো সিদ্ধান্ত দেওয়া যাবে না। তবে আমাদের কোচ নিয়ে প্রক্রিয়া চলছে। হেড কোচ, ফিজিও সবই দেখছি। আমরা এবার ঠাণ্ডা মাথায় বুঝেশুনে কোচ নিতে চাচ্ছি। শুধু নাম কিংবা বিগত অভিজ্ঞতা দেখে কোচ নিয়োগ দেবো না।’

কেবল কোচিং স্টাফ নয়, নির্বাচক প্যানেলেও পরিবর্তন আনছে বিসিবি। শোনা যাচ্ছে, হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করে নতুন কমিটি করবে বিসিবি। এ ব্যাপারেও ‘নীরব’ বোর্ড প্রধান, ‘জানি না। আমাদের বোর্ড মিটিংয়ে এটা নিয়ে একটা এজেন্ডা তো থাকবেই। কিন্তু বদলানো হবে কিনা, এটা আসলে ২৭ তারিখে বলা যাবে। যেহেতু মেয়াদ শেষ, নতুন কী করা যায়, তা নিয়ে আলোচনা তো হবেই ।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়