X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দরকার হলে ‘ফ্রি’ খেলবেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা!

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ২০:৫৫আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২০:৫৫

জিম্বাবুয়ে ক্রিকেট দল রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনির্দিষ্টকালের জন্য জিম্বাবুয়ে ক্রিকেটকে বহিষ্কার করেছে আইসিসি। দেশটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কোনও ইভেন্টে প্রতিনিধি হিসেবে দল পাঠাতে পারবে না। কিন্তু দেশের ক্রিকেটকে বাঁচাতে কোনও টাকা ছাড়াই খেলতে প্রস্তুত জিম্বাবুয়ের ক্রিকেটাররা।

দলের একজন সিনিয়র ক্রিকেটার ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা দরকার হলে ফ্রিতে খেলবো। আমরা অন্ধকার শেষে আলোর দেখা পেতে পারি। আমাদের পরের টুর্নামেন্ট হলো বাছাই পর্ব। আমরা ফ্রিতে খেলবো।’ আইসিসির নিষেধাজ্ঞায় ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে খেলতে না পারবে না জিম্বাবুয়ে, কিন্তু এরপরও এই দুটি টুর্নামেন্টে চোখ রাখছে তারা।

এরই মধ্যে গ্লোবাল ডেভেলপমেন্ট দল থেকে বাদ পড়েছেন জাতীয় দলের চার জন। নিষেধাজ্ঞা সত্ত্বেও জিম্বাবুয়ে কৌশলগতভাবে এখনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারে জিম্বাবুয়ে। যতদূর জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজ আয়োজন করলে আইসিসি ম্যাচ অফিসিয়াল নিয়োগ দেবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছে, কোনও পারিশ্রমিক ছাড়াই খেলতে হবে ক্রিকেটারদের। আর আইসিসি ফান্ডিং ছাড়া সিরিজ আয়োজনের সামর্থ্য নেই ক্রিকেট বোর্ডের।

দেশের ক্রিকেট চালিয়ে যেতে এরই মধ্যে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে সোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন। খেলোয়াড়দের কল্যাণে আনুষঙ্গিক খরচের পরিকল্পনাও করেছে তারা। কিন্তু এর বিস্তারিত খেলোয়াড়দের জানায়নি এই কমিশন।

গত দুই মাস ধরে দুই জাতীয় দলের খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া হয়নি। সবশেষ নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড সফরে ম্যাচ ফি পায়নি ছেলেদের দল। সব মিলিয়ে আগস্ট ও অক্টোবরে মেয়ে ও ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে তাদের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে এর আগে আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তাদের সিরিজ আয়োজনের কথা। সূচিতে পরের মাসে তাদের ত্রিদেশীয় সিরিজ ছিল বাংলাদেশের মাটিতে। অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট ও পাঁচটি ওয়ানডের আয়োজক হওয়ার কথা তাদের। পরের বছরও ব্যস্ত সূচি ছিল জিম্বাবুয়ে ক্রিকেটের। নিষেধাজ্ঞার কারণে এসব সূচি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় আশার আলো দেখছেন ক্রিকেটাররা। ফ্রিতে খেলে বাঁচিয়ে রাখতে চান দেশের ক্রিকেটকে! ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা