X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চোটে ছিটকে গেলেন রাসেল

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৯, ১২:৫৭আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৩:১৮

আন্দ্রে রাসেল ভারতের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি খেলতে পারবেন না আন্দ্রে রাসেল। চোটে তিন ম্যাচের কুড়ি ওভারের সিরিজের যুক্তরাষ্ট্র পর্বে থাকছেন না এই অলরাউন্ডার। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ অন্তর্ভুক্ত করেছে জেসন মোহাম্মদকে।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার সময় অস্বস্তিতে ভুগেছেন রাসেল। প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াডে রাখা হলেও তার খেলা নির্ভর করছিল ফিটনেসের ওপর। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ভারতের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না রাসেল।

ক্যারিবিয়ানদের অন্তর্বর্তী কোচ ফ্লয়েড রেইফার বলেছেন, ‘আন্দ্রে রাসেলের জায়গা পূরণ করা সম্ভব না। যে কিনা গোটা বিশ্বের সব জায়গায় টি-টোয়েন্টি খেলছে এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আমরা জেসনের (মোহাম্মদ) ওপর আস্থা রাখছি।’

গত কয়েক বছর চোট খুব ভোগাচ্ছে রাসেলকে। ইংল্যান্ড ও ওয়েলসের ৫০ ওভারের বিশ্বকাপেও বাধা হয়ে দাঁড়িয়েছিল চোট। বিশ্বকাপের শুরুতে ক্যারিবিয়ান অলরাউন্ডার মাঠে নামলেও পরে হাঁটুর সমস্যায় ছিটকে যান। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা থাকলেও অপেক্ষা বাড়লো তার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট খেলতে যুক্তরাষ্ট্রের পর ক্যারিবিয়ান অঞ্চলে লম্বা সফরে থাকবে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর বিরাট কোহলিরা তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। আজ (শনিবার) ফ্লোরিডার টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে তাদের মিশন।

প্রথম দুই টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ দল:

কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যান্থনি ব্রাম্বল, জন ‍ক্যাম্পবেল, শেলডন কট্রেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, সুনিল নারিন, কেমো পল, ক্যারি পিয়েরি, কিয়েরন পোলার্ড, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, জেসন মোহাম্মদ, ওশানে থমাস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া