X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ফাইনালের মহড়ায় বাংলাদেশ-ভারতের পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০১৯, ১৪:১৮আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৪:২১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচ খেলে ফেললো বাংলাদেশ। বুধবার ভারতের মুখোমুখি হয়েছিল তারা। দুই দলই আগে নিশ্চিত করেছে ফাইনাল। এর আগে শেষ মুখোমুখি লড়াইয়ে হারজিতের মুখ দেখেনি কেউই। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ফাইনালের এই মহড়ায় একটি করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ও ভারত।

ফাইনালের আগে ভারত আরও একটি ম্যাচ খেলবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। তবে বাংলাদেশ সবার উপরে থেকে ১১ আগস্টের ফাইনাল খেলতে যাচ্ছে, ৮ ম্যাচে তাদের ১১ পয়েন্ট। ভারত শেষ ম্যাচ জিতলেও তাদের টপকাতে পারবে না।

বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমেছিল ভারত। টপ অর্ডার ব্যাটসম্যানদের স্বস্তিতে থাকতে দেননি বাংলাদেশি বোলাররা। ১০৮ রানে ৬ উইকেট হারায় তারা। সামীর রিজভির প্রতিরোধ গড়া ৪৪ রানের ইনিংসের পর অধিনায়ক শুভং হেজের সঙ্গে দিব্যনাশ সাক্সেনার ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত।

ভারতকে ৪৯.৩ ওভারে ২৪৪ রানে গুটিয়ে দিতে শরিফুল ইসলাম ও অভিষেক দাসের পেসের সঙ্গে শামীম হোসেনের স্পিন দারুণ ভূমিকা রাখে। তিনজনই ৩টি করে উইকেট নেন। ভারতের পক্ষে শুভং সর্বোচ্চ ৬৯ রান করেন। দিব্যনাশের ব্যাটে আসে ৩৭ রান। এছাড়া করণ লাল করেন ২৫ রান।

লক্ষ্যে নেমে ৫ ওভারের মধ্যে মাত্র ১২ রানে দুটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। বিদ্যাধর পাতিলের কাছে আউট হন দুই ওপেনার তানজিদ হাসান (১) ও প্রান্তিক নওরোজ মঙ্গল (৫)। ষষ্ঠ ওভারের এক বল বাকি থাকতে নামে বৃষ্টি। এরপর ঘণ্টা খানেক অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারা।

 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫