X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দুজন বিদেশির সঙ্গে একজন স্থানীয় খেলোয়াড়ের সরাসরি চুক্তির পক্ষে খুলনা টাইটানস (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ২০:১১আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৮:৫৭

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ এবার বিপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে নতুন মেয়াদে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তিতে আগের অনেক নিয়মই থাকবে না। তবে নিয়ম যা-ই হোক, খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ মনে করেন, দুজন বিদেশির পাশাপাশি অন্তত একজন স্থানীয় ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তির সুযোগ থাকা উচিত।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে জরুরি সভা হয়েছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। সভা শেষে খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, ‘বিসিবি এ বছর বিপিএলের সবকিছু নতুনভাবে শুরু করতে চাইছে। সেখানে দুটো বিদেশি সাইনিং থাকতে পারে। আমরা আগেও মিডিয়ায় বলেছি, দুটো বিদেশি সাইনিংয়ের পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে সরাসরি সাইনিংয়ের সুযোগ যেন থাকে। আমরা যেন একটা প্লেয়ারকে নিয়ে শুরু করতে পারি। তিনি অধিনায়ক, আইকন কিংবা স্থানীয় খেলোয়াড় হতে পারেন। আমরা যে অঞ্চলকে লিড করছি, সেই অঞ্চলের খেলোয়াড়ও হতে পারেন।’

প্রতিটি বিপিএলের আগে খুলনা টাইটানস কর্তৃপক্ষকে শুনতে হয়, স্থানীয় খেলোয়াড়দের মধ্যে কেন খুলনার ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয় না। কাজী ইনাম আহমেদ মনে করেন, খেলোয়াড়দের সঙ্গে সরাসরি চুক্তির ব্যবস্থা থাকলে অনেকেই এমন সুযোগ নিতে পারবেন, ‘কেন খুলনা টাইটানসে খুলনার খেলোয়াড় নেই, এ নিয়ে আমরা অনেক কথা শুনেছি। আমরা কিন্তু কন্সিডার করতে পারি যে আমরা খুলনা থেকেই শুরু করছি। একজন স্থানীয় খেলোয়াড়কে এই সিস্টেমে নিতে পারলে বিপিএল আরও সুন্দর হয়ে উঠবে।’

প্রতি বছরই বদলে যায় বিপিএলের নিয়ম-কানুন। দেখা যায়, এ বছর একজন ক্রিকেটার চট্টগ্রামে খেললেও পরের বছর তিনি হয়ে যান রাজশাহীর খেলোয়াড়। এর ফলে কিছুটা বিশৃঙ্খলাও হয়। বিপিএলকে আরও সফল করে তুলতে গভর্নিং কাউন্সিলকে কয়েকটি পরামর্শ দিয়েছে খুলনা টাইটানস কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমাদের কিছু মতামত তাদের দিয়েছি। প্রতি বছর রিটেনশন সংখ্যা যেন বাড়ানো হয়। যত বেশি রিটেনশন থাকবে, তত ভালোভাবে প্লেয়ারদের নিয়ে কাজ করা সম্ভব হবে। আমি বলেছি, রিটেনশন চার-পাঁচটা না করে এটাকে বাড়িয়ে ৮ বা ৯টি করেন। তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলো অফ সিজনে ক্যাম্পের আয়োজন করতে পারবে।’

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, নতুন চুক্তির পরই কোনও খেলোয়াড়কে দলে নেওয়া যাবে। তাই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন আর তামিম ইকবালের সঙ্গে খুলনা টাইটাইনসের আলোচনার মূল্য নেই আপাতত। দলটির ব্যবস্থাপনা পরিচালক অবশ্য জানিয়েছেন, গভর্নিং কাউন্সিলের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাদের, ‘আমরা আমাদের কাজ এগিয়ে রাখছিলাম। আগস্ট মাস চলছে, খেলা হবে ডিসেম্বরে। আমাদের তাই প্রস্তুতির ব্যাপার আছে। বেশ কয়েকবার মৌখিকভাবে বা চিঠিতে কথা হয়েছিল। আমরা ধারণা করেছিলাম বিদেশি ও স্থানীয় মিলিয়ে চারটা রিটেনশন থাকবে। সেটা হিসেব করেই শেন ওয়াটসনের সঙ্গে কথা বলেছে খুলনা টাইটানস। তামিম ইকবালের সঙ্গেও আমাদের কথা হয়েছিল। তবে আমরা অফিশিয়ালি কিছু বলিনি। দেখা যাক এখন কী নিয়ম দাঁড়ায়!’

বিপিএলের প্রথম দুই আসরে কয়েকটি ম্যাচের ভেন্যু ছিল খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম। তবে এরপর খুলনায় আর কোনও ম্যাচ হয়নি। কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, এবার খুলনায় বিপিএলের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছেন তারা,  ‘খুলনা টাইটানস হলো খুলনার টিম। খুলনা একটা আন্তর্জাতিক ভেন্যু, এখানে বিপিএলও হয়েছে। আমি তাই রিকোয়েস্ট করেছি খুলনায় যেন আবার বিপিএলের আয়োজন করা হয়। স্টেডিয়ামের কিছু কাজ বাকি আছে অবশ্য। তবে ওখানে বেশ কয়েকটি ভালো মানের হোটেল হয়েছে। আশা করি, খুলনায় আবার বিপিএলের খেলা হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি