X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাই পর্বে ভালো করার আশাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ২১:০৫আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:০৫

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন বাফুফে সহ-সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ  বিশ্বকাপ বাছাই পর্বে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ই’ গ্রুপে লাল-সবুজ দলের প্রতিপক্ষ ভারত, ওমান, আফগানিস্তান এবং কাতার। তবে চার প্রতিপক্ষ শক্তিশালী হলেও বাংলাদেশ ভালো করতে আশাবাদী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের কণ্ঠে আশাবাদের সুর।

সোমবার ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বে গতবারের চেয়ে ভালো ফল করতে চাই আমরা। দলের কোচিং স্টাফের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, প্রতিপক্ষ দলগুলো নিয়ে বিশ্লেষণ হচ্ছে। অনেক সময় ভালো খেলার জন্য ভাগ্যের ছোঁয়া প্রয়োজন। তবে আমরা ভালো করতে আশাবাদী। আল্লাহ সহায় থাকলে আমরা বাছাই পর্বে ভালো ফল করবো।’

১০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তানের হোম ম্যাচটি হবে তাজিকিস্তানে। এই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে ২৩ আগস্ট।

কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘আফগানিস্তান ম্যাচকে ঘিরে আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি। ঢাকায় কয়েক দিন অনুশীলনের পর ১ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে যাবে দল। সেখানকার আবহাওয়া আর টার্ফের মাঠের সঙ্গে মানিয়ে নিতে ছেলেরা বেশ আগেই যাচ্ছে। তাজিকিস্তানে অনুশীলনের পাশাপাশি ৩ ও ৫ সেপ্টেম্বর তাজিক প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।’

৩ আগস্ট প্রিমিয়ার লিগ শেষ হলেও জাতীয় দলের অনুশীলন একটু দেরিতেই শুরু হচ্ছে। এ বিষয়ে কাজী নাবিল আহমেদের ব্যাখ্যা, ‘লিগ শেষে ক্লান্তি কাটিয়ে উঠতে ফুটবলারদের বিশ্রাম প্রয়োজন ছিল। তবে খেলোয়াড়রা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন।’

স্বদেশ ইংল্যান্ডে ছুটি কাটিয়ে সোমবার সকালে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। তিনি জানিয়েছেন, ‘লিগে যারা ভালো খেলেছে তাদের নিয়েই দল গড়া হবে। আশা করি, আফগানিস্তান ম্যাচে ভালো খেলবে বাংলাদেশ।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ