X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কেমন কাটলো ডোমিঙ্গো-ল্যাঙ্গেভেল্টের প্রথম দিন?

রবিউল ইসলাম
২২ আগস্ট ২০১৯, ১৬:৫৪আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৯:৪২

প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্ট স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচকে নিয়োগ দেওয়ার আগে তার স্বদেশি শার্ল ল্যাঙ্গেভেল্টকে পেস বোলিং কোচ হিসেবে বেছে নিয়েছে বিসিবি। আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করেছেন তারা।

বুধবার সংবাদ সম্মেলনের পর মাঠে গিয়েছিলেন প্রধান কোচ ডোমিঙ্গো। যদিও খেলোয়াড়দের সঙ্গে তার সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক। একদিন পরই শুরু হয়ে গেল আসল মিশন। আজ সকাল সাড়ে ৮টা থেকে নতুন শিষ্যদের নিয়ে কাজ শুরু করেন ডোমিঙ্গো ও ল্যাঙ্গেভেল্ট।

আগের দিন সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো নিজের প্রাথমিক লক্ষ্য জানিয়ে গিয়েছিলেন এভাবে, ‘আমার প্রাথমিক লক্ষ্য হচ্ছে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ তৈরি করা। আগামী দুই সপ্তাহ আমাকে খেলোয়াড়দের সম্পর্কে জানতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আমার মনে হয় এটা ভীষণ গুরুত্বপূর্ণ।’

প্রথম দিনের কাজে এই কথারই ছাপ পাওয়া গেল মিরপুরের অনুশীলনে। জিম, বোলিং কিংবা ব্যাটিং— যেখানেই সুযোগ পেয়েছেন ক্রিকেটারদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মিরপুরে চলমান বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে ডোমিঙ্গোর সঙ্গে ল্যাঙ্গেভেল্টও কথা বলেছেন শিষ্যদের বিভিন্ন সমস্যা নিয়ে। আলোচনা করতে দেখা গেছে ক্যাম্প ট্রেনার মারিও ভিল্লাভারায়নের সঙ্গেও।

নতুন কোচের সঙ্গে ব্যাটিং নিয়েই হয়তো কথা বলছেন মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের সঙ্গে আলাদা করে কথা বলছেন প্রধান কোচ। এই আলাপে আন্তরিকতার ছাপ ছিল স্পষ্ট। শুধু আলাপেই থেমে থাকেননি গুরু-শিষ্যরা, মিরপুরের সেন্ট্রাল উইকেটে মুশফিকের ব্যাটিং ডোমিঙ্গো পর্যবেক্ষণ করছিলেন গভীরভাবে। ব্যাটিং অনুশীলন শেষে আরও আধঘণ্টার মতো মুশফিকের সঙ্গে কথা বলেছেন ডোমিঙ্গো। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সঙ্গে মুমিনুল, সাদমান ও সৌম্যর ব্যাটিংয়েও ছিল প্রধান কোচের মনোযোগ।

নির্ধারিত সূচি থেকে ঘন্টাখানেক বেশি অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রথমে হালকা জিম করে স্কিল অনুশীলনে মনোযোগী হন ক্রিকেটাররা। বেলা ১২টার দিকে ক্রিকেটাররা একে একে মাঠ ছাড়লেও নতুন দুই কোচ সময় কাটান বিসিবির অফিসে। ক্রিকেট পরিচালনা বিভাগে বসে হয়তো প্রথম দিনের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন দুই প্রোটিয়া কোচ।

প্রধান কোচ ডোমিঙ্গোর সঙ্গে আড্ডায় মাহমুদউল্লাহ নতুন কোচের সঙ্গে প্রথম দিনের কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মুমিনুল হক বলেছেন, ‘মাঠের টেকনিক্যাল কোনও বিষয়ে কথা হয়নি। সাধারণ কথা-বার্তা হয়েছে। আজ ‍তো প্রথম দিন, আমি ওনার (ডোমিঙ্গো) কাছ থেকে সবকিছু নেওয়ার চেষ্টা করব। আশা করি সবকিছু মিলিয়ে ভালোই হবে।’

পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টের বিশেষ নজর ছিল তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমানের দিকে। দলের বাকি বোলারদের নিয়েও প্রথম দিন কাজ করেছেন এই বোলিং কোচ। যদিও প্রথম দিন তেমন কিছু বলেননি তিনি, কেবল পেসারদের বোলিং দেখে গেছেন, তাসকিন-সাইফউদ্দিন জানিয়েছেন তেমনটাই।

তাসকিন বলেছেন, ‘প্রথম দিন কোচের (ল্যাঙ্গেভেল্ট) সঙ্গে আলাপ হলো। উনি আমার গতির প্রশংসা করেছেন। তেমন কিছু বলেননি। কয়েকটি বল ভিন্ন ভিন্ন লেন্থে করতে বলেছিলেন। সব মিলিয়ে প্রথম দিন ভালোই কেটেছে। আশা করি উনার কাছ থেকে ভালো কিছু নিতে পারব।’

নতুন পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টের সঙ্গে মোস্তাফিজুর রহমান সেই প্রত্যাশা নিয়েই আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হলো দুই প্রোটিয়া কোচের বাংলাদেশ অধ্যায়। দুই কোচের প্রথম পরীক্ষা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর একমাত্র টেস্টে সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আফগানদের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে সাকিবরা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়