X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আশাবাদ নিয়ে ক্যাম্প শুরু ফুটবলারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ২১:৪৫আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:০০

ফুরফুরে মেজাজে ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা ৩ আগস্ট প্রিমিয়ার লিগ শেষে এতদিন ছুটিতে ছিলেন ফুটবলাররা। এবার তাদের সামনে ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের কঠিন মিশন। ‘ই’ গ্রুপে বাংলাদেশের চার প্রতিপক্ষ কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ। ম্যাচটি সামনে রেখে শুক্রবার শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।

বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়লেও ভালো করতে আশাবাদী জামাল ভূঁইয়া। সংবাদ মাধ্যমকে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘কাতার খুব শক্তিশালী দল, গ্রুপের অন্য তিনটি দলও ভালো। তবে প্রতিপক্ষের কেউ সুপার হিউম্যান নয়, সবাই মানুষ। বাছাই পর্বে আমাদের ভালো ফল করার সম্ভাবনা আছে।’

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২ নম্বরে, আর আফগানিস্তান ১৪৯। শারীরিক দিক দিয়েও দু দলের মধ্যে অনেক ব্যবধান। তবে এসব নিয়ে চিন্তিত নন দেশের অন্যতম সেরা মিডফিল্ডার, ‘আমার মনে হয় না এসব তেমন কোনও সমস্যা। আমাদের ফিটনেস ঠিক থাকলে আর লড়াকু মানসিকতা নিয়ে নামতে পারলে যে কোনও কিছুই হতে পারে। কোচ আমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে রেখেছিলেন। সবাই সেটা ফলো করলে ফিটনেস নিয়ে সমস্যা থাকার কথা নয়।’

লিগে ১১টি গোল করে মতিন মিয়া দারুণ আত্মবিশ্বাসী। এই ফরোয়ার্ড বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্ব আমাদের জন্য একটা বড় সুযোগ। আমরা সুযোগটা কাজে লাগাতে চাই। লিগে গোল পেয়ে আমি খুব খুশি। আমার বিশ্বাস, বাছাই পর্বে খেলার সুযোগ পেলে গোল করতে পারবো।’

আফগানিস্তান ম্যাচ নিয়ে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাও আশাবাদী, ‘আফগানিস্তান সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। তবে ভিডিও সেশনগুলো অনুসরণ করে আমরা নিশ্চয়ই তাদের সম্পর্কে জানতে পারবো। দলের প্রত্যেকে শতভাগ দিতে পারলে আফগানদের বিপক্ষে ভালো করা সম্ভব।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়