X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রুট-ডেনলির ফিফটিতে ইংল্যান্ডের লড়াই

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০১৯, ০০:৩৯আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০০:৫৫

ডেনলির সঙ্গে রুটের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড মার্নাস ল্যাবুশ্যাগনের ইনিংস সেরা পারফরম্যান্সে ইংল্যান্ডকে ৩৫৯ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। এরপর দ্রুত দুই ওপেনারকে ফিরিয়ে স্বাগতিকদের বিপাকে ফেলেছিল তারা। কিন্তু অধিনায়ক জো রুট ও জো ডেনলির ফিফটিতে স্বস্তি নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ইংলিশরা।
দ্বিতীয় ইনিংসে ২৪৬ রানে অলআউট হলে অস্ট্রেলিয়া লিড পায় ৩৫৮ রানের, তারা প্রথম ইনিংসে করেছিল ১৭৯ রান। লক্ষ্যে নেমে ইংল্যান্ড ৩ উইকেটে করেছে ১৫৬ রান। প্রথম ইনিংসে ৬৭ রানে গুটিয়ে যাওয়া স্বাগতিকদের জিততে দরকার ৭ উইকেটে ২০৩ রান।
৫৩ রানে দিন শুরু করেছিলেন মার্নাস ল্যাবুশ্যাগনে, ২ রানে জেমস প্যাটিনসন। আগের দিনের ৭ রানের অপরাজিত জুটিটি পঞ্চাশ পেরোতেই ভেঙে যায়। প্যাটিনসন ২০ রানে জোফরা আর্চারের শিকার হন।
এই ধাক্কা সামলে উঠতে পারেনি অজিরা। ২০ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট হারায় তারা। ১৮৭ বলে ৮ চারে ৮০ রানের দৃঢ়চেতা এক ইনিংস খেলে ল্যাবুশ্যাগনে বিদায় নেন। থার্ড ম্যানে শট খেলে দৌড়ে একটি রান নেন, কিন্তু ডেনলি শুরুতে বল হাতে নিতে না পারায় দুটি রান নিতে গিয়ে ভুল করেন তিনি। ইংলিশ ফিল্ডারের থ্রো থেকে জনি বেয়ারস্টো রান আউট করেন ল্যাবুশ্যাগনেকে।
৭৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রুট আগের উইকেটি ছিল প্যাট কামিন্সের, ৬ রান করে বেন স্টোকসের বলে রোরি বার্নসের ক্যাচ হন তিনি। নাথান লায়নকে (৯) বোল্ড করে শেষ উইকেট তুলে নেন আর্চার। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে পেয়েছেন দুটি উইকেট। তার সমান উইকেট নিয়ে অবদান রেখেছেন স্টুয়ার্ট ব্রড। তিন উইকেট নিয়ে এই ইনিংসে ইংল্যান্ডের সেরা বোলার স্টোকস।
প্রথম ইনিংসে ৬৭ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দিতে দুর্দান্ত ভূমিকা রাখা জোশ হ্যাজেলউড এদিনও ধাক্কা দেন শুরুতে। ষষ্ঠ ওভারে বার্নসকে (৭) ফিরিয়ে ভাঙেন ১৫ রানের উদ্বোধনী জুটি। স্কোরবোর্ডে কোনও রান যোগ না হতেই পরের ওভারে কামিন্স বোল্ড করেন জেসন রয়কে (৮)।
১৫ রানে স্বাগতিকদের দুটি উইকেট নিয়ে আনন্দে মেতেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ডেনলির সঙ্গে অধিনায়ক জো রুটের জুটিতে তা শেষ হয়ে যায়। ১২০ বলে ৫ চারে হাফসেঞ্চুরি করেন রুট, আর ডেনলি পঞ্চাশ ছোঁন ১৩৪ বলে।
দুজনের ১২৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। দিন শেষ হওয়ার আগে ডেনলি ৫০ রানে হ্যাজেলউডের শিকার হন। ৭৫ রানে অপরাজিত রুটের সঙ্গে ২ রানে খেলছেন স্টোকস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ’আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ’আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও