X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অ্যান্টিগায় রেকর্ড গড়ে জয় ভারতের

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, ১২:৩৬আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৩:১১

রাহানের সেঞ্চুরির পর বুমরাহর তোপে শেষ ওয়েস্ট ইন্ডিজ। জসপ্রিত বুমরাহর বোলিং তোপে বিদেশের মাটিতে রেকর্ড জয় তুলে নিয়েছে ভারত। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে হারিয়েছে সফরকারীরা। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৬০ পয়েন্ট পেয়েছে ভারত।  

অ্যান্টিগায় আগের দিনই বড় পুঁজি প্রাপ্তির পথটা সুগম করে রেখেছিল ভারত। সফরকারীদের এমন সাফল্যে একের পর এক রেকর্ড হয়েছে সঙ্গী। বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের সেঞ্চুরি ছাড়ানো ইনিংসে গড়েছে মঞ্চটা। এমন জুটি আবার ছাড়িয়ে গেছে সৌরভ গাঙ্গুলী ও টেন্ডুলকারকেও। দুই কিংবদন্তির সেঞ্চুরি ছাড়ানো জুটি ছিল ৭টি। সেখানে রাহানে আর কোহলির হয়ে গেছে আটটি। কোহলি ৫১ রান করে ফিরলেও পরে রাহানে প্রতিরোধের দেয়ালটা আরও বড় করতে পারেন হনুমা বিহারীর দৃঢ়চেতা ব্যাটিংয়ের কল্যাণে। রাহানে ১০২ রান করতে পারলেও সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বিহারী। ৯৩ রানে ফিরে গেছেন। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। তাতে ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ৪১৯ রান।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাঠে টিকতে পারে মাত্র ২৬.৫ ওভার! জসপ্রিত বুমরাহর অফ স্টাম্প লক্ষ্য করে করা বলেই হয়েছে সর্বনাশ। তার আগুনে বোলিংয়ে ১৫ রানে ছিল না ৫ উইকেট! ১১৩ ওভার মাঠে থাকার পর আসা যাওয়ার মিছিল ছিল ক্যারিবীয়দের ইনিংসে। ৫০ রানে ৯ উইকেট পড়ে গেলে দলকে লজ্জা থেকে বাঁচানোর চেষ্টা করেন কেমার রোচ ও মিগুয়েল কামিন্স। তাতে দলীয় রানটা পৌঁছায় শত রানে। ৩৮ রানে রোচ বিদায় নিলে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ১০০ রানে। কামিন্স অপরাজিত ছিলেন ১৯ রানে।

ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস ধসিয়ে দেওয়া বুমরাহ ৭ রানে নিয়েছেন ৫ উইকেট।

এর মধ্য দিয়ে অনন্য কীর্তিও গড়েছেন বুমরাহ। এশিয়ার একমাত্র কোনও বোলার যিনি দেশের বাইরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে ৫ উইকেট শিকার করেছেন। এছাড়া তিনটি নিয়েছেন ইশান্ত শর্মা। দুটি মোহাম্মদ সামি। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান রাহানে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি