X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বোলিং আশা জাগালেও ভালো হলো না ব্যাটিং প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৯, ১৯:৫১আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৯:৫৯

মুশফিকও ব্যর্থ হলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে পেসাররা আশা জাগালেও দুশ্চিন্তা বাড়াচ্ছেন ব্যাটসম্যানরা। শুধু মাহমুদউল্লাহ ছাড়া অন্য ব্যাটসম্যানদের বেহাল দশা ছিল স্পষ্ট।

বিশ্রামে থাকা তামিম ইকবালের জায়গায় ওপেনিংয়ে সাদমান ইসলাম ও সৌম্য সরকারকে নিয়ে ভাবা হচ্ছে। কিন্তু শনিবার সবুজ দলের হয়ে ব্যাটিংয়ে নেমে দুজনেই শূন্য রানে বিদায় নিয়ে নির্বাচকদের কপালে ভাঁজ ফেলে দিয়েছেন। মেহেদী হাসান মিরাজের শিকার হন সাদমান, আর মোস্তাফিজুর রহমান ফেরান সৌম্যকে। দ্বিতীয় দফাতেও ১৩ রানে মাহমুদউল্লাহর কাছে উইকেট হারান সাদমান।

মিডল অর্ডারে ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম ২১ বল খেলে ৬ রানে আউট হন। আফগান টেস্টের দলে থাকা মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন কিছুটা রান করেছেন, কিন্তু সেটা যথেষ্ট নয়। সবুজ দলের হয়ে ইনিংস সেরা ৫১ রান করেন মোসাদ্দেক, আর মুমিনুলের ব্যাটে আসে ৩৫ রান।

সব মিলিয়ে লাল দলের দেওয়া ২৬৯ রানের জবাবে সবুজ দল ১২৫ রানে অলআউট হয়। 

আগের দিন দুই দফায় ব্যাট করতে নামা লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান (০ ও ৯) বল হাতেও ছিলেন নিষ্প্রভ। ১০ ওভারে ৪১ রান দিয়ে নিতে পারেননি একটি উইকেটও।

দুই দিনের এই প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ভাবালেও পেসাররা ছিলেন দারুণ। আগের দিন লাল দলের পক্ষে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ, তিনটি পান এবাদত হোসেন। সবুজ দলের হয়ে শেষ দিন আবু জায়েদ রাহী ২২ রানে নেন ৩ উইকেট। তিন পেসারের এই সাফল্য আশাবাদী করে তুলছে নির্বাচকদের।

বাংলাদেশের আরও একটি স্বস্তির জায়গা হলো মাহমুদউল্লাহ বল করেছেন এই ম্যাচে। ব্যাটিংয়ে সেঞ্চুরি করার পর লাল দলের হয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এক কথায় বাংলাদেশের বোলিং অনুশীলনটা আত্মবিশ্বাসী করে তুলছে খেলোয়াড়দের। কিন্তু ব্যাটিংয়ের বেহাল দশার সঙ্গে অন্যতম দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অলরাউন্ডার সাকিবের বিবর্ণ পারফরম্যান্স।

সংক্ষিপ্ত স্কোর:

লাল দল: ৮৪.১ ওভারে ২৬৮ (মাহমুদউল্লাহ ১০৭, আবু হায়দার রনি ৪০, সাব্বির রহমান ৩৪, লিটন দাস ২৫, শফিউল ইসলাম ১৯, জহুরুল ইসলাম ১৩; তাসকিন ৪৫/৪, এবাদত ৪২/৩, তাইজুল ৪১/১, মোসাদ্দেক ৪১/১, আরিফুল ১৫/১)।   

সবুজ দল: ৫২.৩ ওভারে ১২৫ (মোসাদ্দেক হোসেন ৫১, মুমিনুল হক ৩৫, সাদমান ইসলাম ০ ও ১৩, মুশফিকুর রহিম ৬, সৌম্য সরকার ০; মাহমুদউল্লাহ ৪/৩, আবু জায়েদ রাহী ২২/৩, মোস্তাফিজুর রহমান ০/১, মিনহাজুল আবেদীন আফ্রিদি ১০/১, মেদেহী হাসান মিরাজ ১৩/১)

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়