X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

উইকেট উৎসবে মেতেছিল বাংলাদেশের মেয়েরা যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা। গতবারের চ্যাম্পিয়নরা জিতেছে ৮ উইকেটে।

রবিবার ১৯.৫ ওভারে যুক্তরাষ্ট্রকে ৪৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে তারা করে ৪৮ রান। পাপুয়া নিউ গিনির বিপক্ষে শনিবারের স্থগিত হওয়া ম্যাচটি আগামীকাল সোমবার রিজার্ভ ডেতে খেলবেন সালমা খাতুনরা।

আরব্রোদের লকল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্র। তৃতীয় ওভারে শুরু হয় তাদের ব্যাটিং বিপর্যয়। নিজের দ্বিতীয় ওভারের প্রথম ও শেষ বলে জাহানারা আলম ফেরান দুই ওপেনার এরিকা রেন্ডলার (৫) ও নাদিয়া গ্রুনিকে (১)।

খাদিজা তুল কুবরা তার প্রথম দুই ওভারে অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ (৪) ও সেবানি ভাষ্করকে (৮) বিদায় করেন। সালমার পরপর দুই ওভারে রান আউট হয়ে ফিরে যান অনিকা ওয়ালেরসন (০) ও লিসা রামজিত (২)।

যুক্তরাষ্ট্রের পক্ষে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে রান করা সুগেথা চন্দ্রশেখর ১৫ রান করে রিতু মনির শিকার হন। এরপর নাহিদা আক্তার তার শেষ দুই ওভারে তিন উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে অলআউট করেন।

নাহিদা ৩.৫ ওভারে ১ মেডেন সহ ১২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সেরা বোলার। দুটি করে পান জাহানারা ও খাদিজা। একটি পান রিতু।

লক্ষ্যে নেমে জিততে বেশি সময় নেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। সানজিদা ইসলাম ও আয়েশা রহমানের উদ্বোধনী জুটিতে জয়ের পথে ছিল বাংলাদেশ। কিন্তু লক্ষ্য থেকে ৫ রান দূরে থাকতে ভাঙে এই জুটি। সামান্থা রামাউটারের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে আউট হন দুই ওপেনার। ৮ রানে আয়েশা ফেরার পরের বলে সানজিদা বিদায় নেন। ৩৪ বলে ৩ চার ও ১ ছয়ে ৩০ রান করেন এই ওপেনার।

৪২ রানেই দুই উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশ জিতে যায় ৭০ বল বাকি রেখে। নবম ওভারের দ্বিতীয় বলে নিগার সুলতানা একটি বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন। তিনি ৫ রানে আর রিতু ১ রানে অপরাজিত ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা