X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘ঠিক সময়েই হবে বিপিএল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩২

বিপিএল টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুস বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর শুরু হবে ৫ ডিসেম্বর। তিন মাসের মধ্যে বাকি থাকা কাজগুলো সম্পন্ন করা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট। যদিও বিপিএলের টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুসের আশা, সূচি অনুযায়ীই আয়োজন করতে পারবেন টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির সপ্তম আসর।

কাজের বোঝা চেপে আছে বিপিএল গভর্নিং কাউন্সিলের ঘাড়ে। প্রথমত, ‍এখনও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ‍চুক্তি নবায়ন করা হয়নি। এরপর করতে হবে টুর্নামেন্টের নতুন আইন প্রণয়ন, যে নিয়মে সামনের ‍চার বছর অংশ নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। গভর্নিং কাউন্সিলে নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার সঙ্গে ‍চিটাগং ভাইকিংসের নতুন মালিকও খুঁজতে হচ্ছে তাদের। এখানেই শেষ নয়, আট দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার যে পরিকল্পনা, সেটাও এখনও আলোর মুখ দেখেনি।

এত কাজ এই কয়েক মাসের মধ্যে শেষ করা আদৌ সম্ভব কিনা, সেই সংশয় জাগার সঙ্গে সপ্তম আসরের ঠিক সময়ে মাঠে গড়ানো নিয়েও প্রশ্ন জন্মেছে। যদিও সোমবার সংবাদমাধ্যমের সামনে আত্মবিশ্বাসী ছিল জালাল ইউনুসের কণ্ঠ। সূচি অনুযায়ী ৫ ডিসেম্বরেই বিপিএলে আয়োজনের ব্যাপারে তিনি আশাবাদী।

তিনি বলেছেন, ‘সামনের বিপিএল সূচি অনুযায়ী করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল আশাবাদী, পরিকল্পনা অনুযায়ীই টুর্নামেন্ট হবে।’ নতুন আসরের আগে গভর্নিং কাউন্সিলে জমে থাকা কাজের অগ্রগতি নিয়ে জালাল ইউনুসের বক্তব্য, ‘চিটাগং ভাইকিংসের মালিক এখনও ঠিক করতে পারিনি। তিনটি আগ্রহী পক্ষের কাছে আমরা চিঠি পেয়েছি। বোর্ড আলোচনার মাধ্যমে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

সঙ্গে যোগ করেছেন, ‘টুর্নামেন্টের নিয়মের ব্যাপারে শিগগিরিই আমরা জানাব, একই সঙ্গে নতুন করে চুক্তি করব ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে। প্রধান নির্বাহী (বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী) এই মুহূর্তে নেই, তিনি ফিরে এলেই সবকিছুর গতি বাড়বে। ব্যক্তিগতভাবে আমি আশাবাদী ঠিক সময়েই হবে বিপিএল।’

যদিও নির্দিষ্ট সময়ে বিপিএল হওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। টুর্নামেন্টের নীতি বিষয়ক প্রশ্নে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের মতের মিল হচ্ছে না। গভর্নিং কাউন্সিলের নতুন নিয়মের মাধ্যমে টুর্নামেন্ট ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে সব ফ্র্যাঞ্চাইজি।

এই অবস্থায় গভর্নিং কাউন্সিল আলাদা আলাদা ভাবে কথা বলেছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। যেখানে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজেদের চাওয়া ও সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি ‘এ প্লাস’ ক্যাটাগরির স্থানীয় এক খেলোয়াড়ের সঙ্গে দুই বিদেশি খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়ার পক্ষে। একই সঙ্গে বিপিএল থেকে প্রাপ্ত আয় বন্টন ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রধান এজেন্ডা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী