X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

টি-টোয়েন্টিতে নতুন মুখ ইয়াসিন, ফিরেছেন তাইজুল

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

টি-টোয়েন্টি দলে চমক ইয়াসিন আরাফাত আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর। এই সিরিজে প্রথম দুই ম্যাচের ঘোষিত বাংলাদেশ দলে নতুন মুখ পেসার ইয়াসিন আরাফাত। অন্যদিকে লম্বা সময় পর কুড়ি ওভারের স্কোয়াডে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম।

সোমবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন মুখ একটি হলেও আগের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে অনেক পরিবর্তন এসেছে।

প্রথমবারের মতো বাংলাদেশ দলের দরজার খুলে গেছে পেসার ইয়াসিনের। আন্তর্জাতিক তো দূরে থাক, এখন পর্যন্ত ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচও খেলা হয়নি ২০ বছর বয়সী এই পেসারের! ৭টি প্রথম শ্রেণি ও ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা ইয়াসিনকে দলে নেওয়া হয়েছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে। গত বছরের বিপিএলে চিটাগং ভাইকিংসে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

রঙিন পোশাকে ফেরার অপেক্ষায় তাইজুল ইসলাম এছাড়া অনেক দিন পর টি-টোয়েন্টি দলে সুযোগ মিলেছে তাইজুলের। যদিও এখনও কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হয়নি এই বাঁহাতি স্পিনারের। এই স্কোয়াডে জায়গা হয়নি নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজের। সব ফরম্যাটে নিয়মিত খেলা মিরাজকে অনেকদিন পর স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে।

সোমবার ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন একটি করে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা আফিফ হোসেন ও মেহেদী হাসান।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা সর্বশেষ স্কোয়াড থেকে অনেকেই বাদ পড়েছেন। মিরাজের সঙ্গে তামিম ইকবাল, রুবেল হোসেন, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহী নেই এবারের স্কোয়াডে। তামিমের না থাকাটা অবশ্য ছুটির কারণে।

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!