X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাতার পরীক্ষার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৩

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন ফুটবল কোচ জেমি ডে (বাঁমে) ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ‘ই’ গ্রুপে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ১০ অক্টোবর। কাতারের বিপক্ষে এই ম্যাচের পাঁচ দিনের ব্যবধানে খেলতে ভারতের সঙ্গে। বাছাইয়ে ম্যাচ দুটি খেলার আগে বাংলাদেশ নিজেদের আরও ভালোভাবে ঝালিয়ে নিতে চায়। এজন্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ঢাকায় ম্যাচ দুটির সম্ভাব্য সূচি ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর। এর আগে ২৫ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের প্রস্তুতি পর্ব শুরু হবে। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে নেপাল, ভুটান, ম্যাকাও, শ্রীলঙ্কা কিংবা অন্য বিদেশি দলকে পেতে চাইছেন জাতীয় দলের কোচ জেমি ডে। এছাড়া বিকল্প হিসেবে ঢাকার শীর্ষ দলও আছে তার পরিকল্পনাতে।

প্রস্তুতি ম্যাচ নিয়ে বৃহস্পতিবার বাফুফে ভবনে বাংলাদেশ কোচ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পাঁচ দিনের মধ্যে আমাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে। এর আগে খেলোয়াড়দের পরখ করে নেওয়ার সুযোগ আছে। যদিও আমার দলে পরিবর্তনের সম্ভাবনা তেমন নেই। এখন প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেব দক্ষিণ এশিয়া কিংবা এর বাইরে যে কোনও দেশ হলে ভালো হয়। ঢাকার শীর্ষ ক্লাবগুলোর একটি হলেও খারাপ হবে না।’

আফগানিস্তান ম্যাচ শেষে খেলোয়াড়রা ছুটিতে আছেন। কোচও শুক্রবার ইংল্যান্ড ফিরে যাচ্ছেন। প্রস্তুতি ক্যাম্প তাই দেরিতেই শুরু হচ্ছে। দেরি নিয়ে জেমির ব্যাখ্যা, ‘আমি মনে করি আমাদের দীর্ঘমেয়াদি ক্যাম্পের প্রয়োজন নেই। খেলোয়াড়দের ফিটনেস লেভেল ভালো আছে। ছুটির মধ্যে তাদের কী করতে হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। ক্যাম্প লম্বা হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কাতার ও ভারতের ম্যাচে আমরা যথেষ্ট সময় পাবো নিজেদের তৈরি করে নিতে।’

বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। জেমির লক্ষ্য সামনের ম্যাচগুলো থেকে পয়েন্ট পাওয়া, ‘সামনের দিকে আমাদের একাধিক ম্যাচ আছে। আমার মনে হয় আমরা সেই ম্যাচগুলো থেকে পয়েন্ট সংগ্রহ করতে পারব। আফগানিস্তান ম্যাচে দলের পারফরম্যান্স ভালো ছিল। কিন্তু গোলটাই পার্থক্য গড়ে দিয়েছে। তবে আমরা যদি পেনাল্টি পেতাম, তাহলে হয়তো ম্যাচের চিত্র পাল্টে যেতে পারতো।’

ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে প্রস্তুতি ম্যাচ খেলা প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি। এখন দেখা যাক কী হয়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা