X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিপিএলের আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কা খুলনা টাইটানসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩২

খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ খেলার মূল প্রাণ হলো দর্শক। যত বেশি দর্শক উন্মাদনা, খেলোয়াড়দের মধ্যে তত বেশি ছড়ায় উত্তেজনা। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন বিপিএল এই দর্শক-সমর্থনকে কয়েক ভাগে বিভক্ত করে দেয়। সামনের আসরে সেই উন্মাদনা থাকবে তো? ফ্র্যাঞ্চাইজি বাতিল করে গোটা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেওয়া বিসিবি ভালো মানের বিদেশি খেলোয়াড় আনতে না পারলে বিপিএলের আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কা করছে খুলনা টাইটানস।

গত বছর ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ৬ বছরের চুক্তি শেষ হয়ে গিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের। নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পেরে এবং মালিক পক্ষদের লভ্যাংশ দাবির পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান ফ্র্যাঞ্চাইজি বাতিল করে নিজেরাই বিপিএল আয়োজনের ঘোষণা দেন। বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাদের হতাশা ও ক্ষোভ ঝেরেছে। সোমবার ধানমন্ডিতে কথা বলেছেন খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ, যেখানে ফ্র্যাঞ্চাইজির চেয়ে বিপিএলের ভবিষ্যৎ নিয়েই বেশি উদ্বিগ্ন ছিলেন তিনি।

প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি মোটা অঙ্কের টাকা দিয়ে বিদেশি খেলোয়াড় দলে নিয়ে আসে। ‍আর্থিক লেনদেনে কোনও ঝামেলা না থাকায় বিশ্বসেরা খেলোয়াড়দের বিপিএলে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন কাজী ইনাম। আর এজন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কৃতিত্বও দেখছেন তিনি, ‘বিভিন্ন দেশে বহু ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে। সেগুলোর মধ্যে বাংলাদেশের বিপিএল ভালো অবস্থান করে নিয়েছে। এটার মূল কারণ আমাদের পেমেন্ট স্ট্রাকচার নিয়ে কোনও অভিযোগ নেই বিদেশি ক্রিকেটারদের। ভালো মানের বিদেশি ক্রিকেটারদের বিপিএলে খেলানোর পেছনে ফ্র্যাঞ্চাইজিদের একটা ক্রেডিট তো দিতেই হবে।’

প্লেয়ার্স ড্রাফটে খুলনা টাইটানস (ফাইল ছবি) সঙ্গে যোগ করেছেন, ‘ক্রিস গেইল বলেন, সুনিল নারিন, এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি কিংবা জস বাটলার— এরা কিন্তু এখানে এসেছে বিপিএলের কাঠামোতে সরাসরি সাইন করার বিষয় থাকার কারণেই। এখানে ফ্র্যাঞ্চাইজিদের বিশাল কৃতিত্ব, তারা ভালো বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে পেরেছে। ড্রাফটের মাধ্যমে অনেক বড় খেলোয়াড় কিন্তু এখানে আসেনি। এসেছে রবি বোপারা কিংবা অন্যরা। এটা একটি সফল মডেল, একই সঙ্গে এই মডেলে মালিকপক্ষের এক ধরনের প্যাশন ছিল।’

এবার হতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। আগের ছয় প্রতিযোগিতায় প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি যেভাবে ‘হাইপ’ তুলেছে, সমর্থক গোষ্ঠী নিয়ে মাঠে গিয়েছে, সেটা কতটা থাকবে, তা নিয়ে শঙ্কিত কাজী ইনাম। তিনি বলেছেন, ‘আমার কথা হচ্ছে বিপিএল যেভাবে চলছিল, সেভাবেই কিন্তু হতে পারতো। বোর্ডের তত্ত্বাবধানে যদি বিপিএল হয়, তাহলে কিছু সমস্যা আছে। ফ্র্যাঞ্চাইজিরা যেভাবে হাইপ তুলতো, প্যাশন নিয়ে ফ্যানদের নিয়ে যেভাবে মাঠে যেত, সেই চার্মটা কোনও কারণে লুজ হয়ে গেলে বিপিএল কিন্তু পড়ে যাবে।’

তাছাড়া ইতিমধ্যে সাইন করা বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়েও শঙ্কা আছে কাজী ইনামের, ‘কোনও কারণে যে সব বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সাইন ছিল, তারা যদি না আসে, তাহলে বদনাম হয়ে যাবে। বিপিএলের অবিশ্বাস্য একটা ব্র্যান্ড ভ্যালু আছে। এটা যেন কোনও ভাবে না কমে। আমি আশা করব বিসিবি যদি নিজেরাই বিপিএল করে, তাহলে এই জায়গাটাতে তারা খেয়াল রাখবে।’

খুলনা টাইটানস দর্শকদের একাংশ বিদেশি ক্যাটাগরিতে খুলনা সাইন করিয়েছে শেন ওয়াটনসনকে। একজন খেলোয়াড়কে দলে আনতে কতটা কষ্ট হয়, কাজী ইনাম সেটা বুঝিয়েছেন এই অস্ট্রেলিয়ানকে স্বাক্ষর করার উদাহরণ দিয়ে, “একজন শেন ওয়াটসন, একজন ক্রিস গেইলের সঙ্গে চুক্তি করতে অনেক কষ্ট করতে হয়। আমাদের ওয়াটসনের সঙ্গে চুক্তি করার আগে ৬ মাস কাজ করতে হয়েছে। ওয়াটসনের ম্যানেজার তার স্ত্রী, তার ফোন থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল, ‘বিপিএল নিয়ে তোমাদের ওখানে কী হচ্ছে।’ বিপিএলের গায়ে যেন এমন সব আঁচড় না লাগে।  আমি নিশ্চিত বিসিবি নিজেরা বিপিএল চালালেও চুক্তিতে থাকা বিদেশি ক্রিকেটারদের নিয়ে আসবে।”

এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই উদ্যেগকে সাদরে গ্রহণ করেছেন খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক বড় ইভেন্ট হবে। বিসিবিও চিন্তা করছে বিপিএল বঙ্গবন্ধুর নামে হবে। এটা খুব ভালো উদ্যোগ। বোর্ড সভাপতিকে ধন্যবাদ, তিনি এভাবে চিন্তা করেছেন। তবে এ বিষয়ে আমরা আগে জানতাম না, সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। বঙ্গবন্ধুর নামে বিপিএলও আগের মতোই হতে পারতো।’

বিপিএলের লভ্যাংশ ভাগ নিয়ে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি মালিক, দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাছাড়া নতুন নিয়মেও বিরোধিতা করেছে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি। লভ্যাংশ বন্টন নিয়ে করা নিজেদের প্রস্তাব ভাগাভাগি করেছেন কাজী ইনাম, ‘অনেক দেশের তুলনায় আমাদের দেশের ফ্র্যাঞ্চাইজি ফি অনেক কম। তারপরও অনেকের লস হয়েছে। গত চক্রের অনেক মালিক বিপিএলের সঙ্গে জড়িত নন। চিটাগং ভাইকিংসের মালিক ডিবিএল গ্রুপ আর থাকছে না। বিসিবির কাছে আমার প্রস্তাব ছিল, গ্রাউন্ড রাইট কিংবা টাইটেল স্পন্সর যেগুলো আছে, সেগুলোতে আমরা কোনও ভাবে অংশ নিতে পারি কিনা। টিকিটের রাইট আমরা পেতে পারি কিনা— এইসব বিষয় নিয়ে প্রস্তাব দিয়েছিলাম।’

মাঠে খুলনা টাইটানসের লড়াই নাজমুল জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিদের দাবিগুলো বিপিএলের মডেলের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি বাতিলেরও ঘোষণা দেন তিনি। যদিও কাজী ইনাম মনে করেন এখনও আলোচনার সুযোগ আছে, ‘আমার মনে হয় এখনও ‍সুযোগ আছে। বোর্ড সভাপতি (নাজমুল) চাইলে আবারও এটা পুনর্বিবেচনা করতে পারেন। দরকার হলে আবার বসা যেতে পারে। নিয়ম-কানুন, লভ্যাংশ বন্টন আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করে ফেলা যায়। আমি নিশ্চিত সবাই মিলে একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নেওয়া যায়।’

ফ্র্যাঞ্চাইজি বাতিল করায় খুলনা টাইটানস কতটা ক্ষতির মুখে পড়তে পারে, এমন প্রশ্নে কাজী ইনাম বলেছেন, ‘এমন তো নয় যে, খুলনা টাইটানস শেষ হয়ে যাচ্ছে। এবার না হলেও খুলনা টাইটানস পরেরবার ফিরে আসবে। এবার কী হবে সেই মডেল আমাদের জানাক, এরপর আমরা বিবেচনা করব। আমরা তো সব সময়ই স্পোর্টসের সঙ্গে আছি। আমাদের পরিবার ৪০ বছর ধরে আবাহনীর সঙ্গে। ফুটবল, ক্রিকেট ও গলফের সঙ্গে আমরা আছি, আমরা কেন বিবেচনা করব না।’

সঙ্গে যোগ করেছেন, ‘খুলনা টাইটানস গত তিন বছরে ভালো একটা পজিশনে এসেছে। একটা ব্র্যান্ড ভ্যালু হয়েছে। ইনশাল্লাহ আগামী বছর বিপিএল যদি ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে হয়, আমরা আবার অংশগ্রহণ করব। আমার ক্ষতি নয়, আমার দুশ্চিন্তা হচ্ছে বিপিএল নিয়ে। টুর্নামেন্টটা একটা স্থিতিশীল অবস্থায় ছিল, সেটা যেন নড়বড়ে না হয়। বিপিএল নিয়ে প্রশ্ন তৈরি হলে আমাদের ভ্যালুটাও কমে যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা