X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত শ্রীনিবাসনের টি-টোয়েন্টি লিগ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮

টুর্নামেন্ট ট্রফি উন্মোচনের মুহূর্তে শ্রীনিবাসন ও ধোনি এক সময় ভারতীয় ক্রিকেটের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন শ্রীনিবাসন। আন্তর্জাতিক ক্রিকেটেও বিতর্কিতভাবে প্রভাব বিস্তার করেছিলেন আইসিসি চেয়ারম্যান হয়ে। পরিবর্তিত পরিস্থিতিতে সেই শ্রীনিবাসন সাইড লাইনে গিয়েও কলকাঠি নেড়েছিলেন। আলাদাভাবে সৃষ্টি করেছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। তার পরিচালনায় তৈরি হওয়া সেই লিগের বিরুদ্ধে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চলে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে। যখন বিসিসিআই থেকে শ্রীনিবাসনকে সরিয়ে দেওয়া হয়, তখনই রাজ্য সংস্থায় থেকে প্রভাব বিস্তার করতে এই লিগ চালু করেছিলেন তিনি। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার প্রভাবশালী হিসেবে যথেষ্ট নাম ডাক আছে তার। সেই লিগেই বিভিন্ন ক্রিকেটারদের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট আকসুও তদন্তে নেমেছে এর বিরুদ্ধে। সংস্থাটির প্রধান অজিত সিং জানিয়েছেন চতুর্থ মৌসুমে এমন পাতানোর প্রস্তাব এসেছে অনেকগুলো। ১৯ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত আটটি দলের ম্যাচে এমন প্রস্তাব এসেছে। তবে এসব প্রস্তাবের বিষয়টি নজরে এনেছেন ক্রিকেটাররাই। তাই তদন্ত হচ্ছে কারা এসব প্রস্তাব এনেছেন। জানা গেছে আটজন ক্রিকেটারের কাছে এমন প্রস্তাব গেছে।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ শুরু হয় ২০১৬ সালে। শ্রীনিবাসনের কর্মকৌশলে চালু হয় এই লিগ। এতে হাই প্রোফাইল অনেক ক্রিকেটারই সম্পৃক্ত রয়েছেন শুরু হওয়ার পর থেকে। মহেন্দ্র সিং ধোনি, শেন ওয়াটসন, ম্যাথু হেইডেন, মাইকেল হাসিরা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়