X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়নস লিগের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে নামবে বার্সেলোনা শুরু হচ্ছে ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াই চ্যাম্পিয়নস লিগ। ২০১৯-২০ মৌসুমের উদ্বোধনী দিনেই অপেক্ষা করছে হাইভোল্টেজ ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল তাদের মিশন শুরু করছে নাপোলির বিপক্ষে। অন্যদিকে বার্সেলোনা কঠিন পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্কে আতিথ্য নেবে বার্সেলোনা। ম্যাচটি দেখা যাবে ‘সনি টেন ওয়ান’ চ্যানেলে। শিরোপা ধরে রাখার মিশনে লিভারপুলও খেলতে যাচ্ছে প্রতিপক্ষ নাপোলির মাঠে। রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে ‘সনি টেন টু’ চ্যানেলে। একই সময় ইংল্যান্ডের আরেক ক্লাব চেলসি ঘরের মাঠে খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

প্রিমিয়ার লিগের এবারের আসর দুর্দান্ত কাটছে লিভারপুলের। পাঁচ ম্যাচের সবক’টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। গত মৌসুমের পারফরম্যান্সে ধারা ধরে রেখে নতুন মৌসুম শুরু করেছে তারা। এবার চ্যাম্পিয়নস লিগের মিশনে নামার পালা। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেললেও শিরোপা হাতছাড়া হয়েছিল ইয়ুর্গেন ক্লপের দলের। তবে গত মৌসুমে ভুল হয়নি, টটেনহামকে হারিয়ে ইউরোপসেরার মুকুট মাথায় তোলে ইংলিশ ক্লাবটি।

কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে গড়ে ওঠার চেষ্টায় নাপোলি। ইতালিয়ান লিগে তিন ম্যাচে দুই জয়ে রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। ঘরের মাঠ স্তাদিও সান পাওলোতে সবশেষ ম্যাচে সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। লিভারপুলের জন্য তাই বড় পরীক্ষা অপেক্ষা করছে নিজেদের উদ্বোধনী ম্যাচে।

বার্সেলোনার পরীক্ষা আরও বেশি। সিগনাল ইডুনা পার্কে প্রতিপক্ষ দলের খেলা সবসময় কঠিন। জার্মান ক্লাবটির দর্শক সমর্থন প্রতিপক্ষকে আলাদা চাপে রাখে। সেখানেই বার্সেলোনাকে নামতে হচ্ছে চ্যাম্পিয়নস লিগ মৌসুমের প্রথম ম্যাচে। লা লিগা মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। তবে স্বস্তির খবর হলো, লিওনেল মেসির দলে ফেরা। ‘পুরোপুরি’ ফিট ঘোষণা করায় ডর্টমুন্ডের বিপক্ষে লড়াইয়ে আর্জেন্টাইন তারকার খেলার সম্ভাবনাই বেশি।

যদিও বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে নিশ্চিত করে কিছু বলেননি। শুধু জানিয়েছেন, মেসি খেলবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন খেলা শুরু আগমুহূর্তে। মেসির মতো ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন লুই সুয়ারেস। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার সবশেষ ম্যাচে ফিরেছেন তিনি। আর ফিরেই জোড়া লক্ষ্যভেদে সতর্কবার্তা দিয়ে রেখেছেন ডর্টমুন্ডকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!