X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রথম বলেই আক্রমণের পরিকল্পনা ছিল মাহমুদউল্লাহর

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৮

ম্যাচসেরার পুরস্কার হাতে মাহমুদউল্লাহ গত বিশ্বকাপে বাজে ফর্মের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদউল্লাহ। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে বাদ দেওয়ার দাবিও নাকি করেছিলেন সাকিব! তবে সেই খারাপ সময়টা পেছনে ফেলে আফগানিস্তানের বিপক্ষে ৪৪ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া মাহমুদউল্লাহ বুধবার ২৪ ম্যাচ পর পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা।

নেমেই একের পর এক শট খেলে প্রতিপক্ষ বোলারদের ভড়কে দিয়েছেন মাহমুদউল্লাহ। ১ চার ও ৫ ছক্কায় সাজানো তার ৬২ রানের ইনিংস। সাকিব আউট হওয়ার পরের বলে নেমেই রায়ান বার্লকে বিশাল ছক্কা মেরে শুরু। ঠিক কী পরিকল্পনা নিয়ে শুরুতেই আক্রমণ, এমন প্রশ্নে মাহমুদউল্লাহর উত্তর, ‘ড্রেসিং রুমে থাকা অবস্থাতেই পরিকল্পনা করেছিলাম। পরিকল্পনা ছিল, সুযোগ পেলে ফাস্ট বলেই চান্স নেবো। কারণ আমার মনে হয়েছে বোলাররা আমার পরিকল্পনা প্রত্যাশা করবে না। তাই আমি কাউন্টার আক্রমণে যাওয়ার চেষ্টা করেছি।’

২৪ ম্যাচ পর হাফসেঞ্চুরির দেখা পেলেও মাঝে বেশ কিছু কার্যকর ইনিংস আছে মাহমুদউল্লাহর। যদিও ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জয়কেই এগিয়ে রাখেন তিনি, ‘হাফসেঞ্চুরি আমার কাছে ম্যাটার করে না। ম্যাটার করে টিম জিতেছে কিনা। কারণ টি-টোয়েন্টি খেলাটাই এমন, অনেক সময় ১০ কিংবা ২০ রান করেই ম্যাচ জেতানো যায়। আপনি যখন ম্যাচ জিতবেন, ওটাই মূল্যবান হয়ে দাঁড়াবে।’

এমনকি ব্যাটিং অর্ডার নিয়েও সমস্যা নেই মাহমুদউল্লাহর, ‘আমার ব্যাটিং অর্ডার নিয়ে কোনও সমস্যা নেই। আমি যে কোনও ব্যাটিং অর্ডারে খেলতে প্রস্তুত থাকি।’

গত বিশ্বকাপের মাঝমাঝি থেকে শুরু করে শ্রীলঙ্কা সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচে সিনিয়রদের পারফরম্যান্সে ‘বিশেষ কিছু’ ছিল না। ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে হারের পর সাকিব সিনিয়রদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছিলেন। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিনিয়রদের পারফরম্যান্সেই ফল এসেছে।

সিনিয়রদের ফর্মে ফেরাটা নিশ্চয় স্বস্তির? মাহমুদউল্লাহ বললেন, ‘আমাদের দায়িত্ব ভালো খেলা, পুরো দল আমাদের ওপর আস্থা রাখে। সেই প্রতিদান দিতে পারাই বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা আামদের ধারাবাহিক পারফর্ম করতে হবে, এখানেই আমাদের ফোকাস।’

শেষ দুই ওভারে বাংলাদেশের রান প্রত্যাশা মতো হয়নি। বেশ কিছু ফুলটস বলও বাউন্ডারিতে পাঠাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এখানে ব্যাটসম্যানদের স্কিলের ত্রুটি নাকি পাওয়ার হিটিংয়েই সমস্যা? মাহমুদউল্লাহর মতে, ‘আমরা স্কিল হিটিংয়ে অনেক বেশি পারদর্শী পাওয়ার হিটিংয়ে চেয়ে। যখন সেট থাকি, তখন আমরা আমাদের পাওয়াটা কাজে লাগাতে পারি। আমরা ক্রিস গেইল কিংবা আন্দ্রে রাসেল নই। আমাদের স্কিল হিটিংয়ের ওপরই বেশি ফোকাস রাখতে হয়। আমি একটা ফুলটসে আউট হলাম, আরেকটা মিস করেছি। আমার মনে হয় ফুলটস বল মুশফিকই সবচেয়ে বেশি ভালো খেলে। এই জিনিসগুলো ওয়ার্ক আউট করতে হবে। স্কিল হিটিংয়ের চেয়ে পাওয়ার হিটিং কিভাবে আরও বাড়ানো যায়, এ ব্যাপারে কোচের সঙ্গে কথা বলতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা