X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রিয়ালের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৯

জোসে মরিনহো মৌসুম শুরু হতে না হতেই রিয়াল মাদ্রিদে কোচ পাল্টানোর গুঞ্জন! জিনেদিন জিদানকে সরিয়ে নাকি জোসে মরিনহোকে কোচ করার পরিকল্পনা মাদ্রিদের ক্লাবটির। যদিও রিয়ালের কোচ হিসেবে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মরিনহো।

গত মৌসুমে কঠিন সময় কাটানো রিয়াল আবার ফিরিয়ে এনেছে জিদানকে। চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়ী কোচ নতুন মৌসুমে দলকে ছন্দে ফেরাবেন, এই ছিল প্রত্যাশা। কিন্তু ২০১৯-২০ মৌসুমেও পথে ফেরেনি রিয়াল। লা লিগায় রিয়াল ভায়াদোলিদ ও ভিয়ারিয়ারের সঙ্গে ড্র করার পর চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে বিধ্বস্ত হয়েছে ৩-০ গোলে।

যদিও মাদ্রিদের ক্লাবটিতে কঠিন পরিস্থিতির কিছু দেখছেন না মরিনহো। জিদানের পাশেই আছেন তিনি। একই সঙ্গে রিয়ালের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ কোচ। তার মতে, কোনও দলে একজন কোচ থাকার পরও এমন আলোচনা ‘দুঃখজনক’।

ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরি হারানোর পর বেকারই আছেন মরিনহো। জিদানের ব্যর্থতায় তাই তাকে রিয়ালের কোচ হিসেবে আলোচনায় এনেছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। কিন্তু তার চোখে রিয়াল মোটেও খারাপ অবস্থানে নেই। লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা রিয়াল শীর্ষে থাকা সেভিয়া থেকে পিছিয়ে আছে মাত্র ২ পয়েন্টে।

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেছেন, ‘তারা (রিয়াল) এখন তিন কিংবা চার নম্বরে, তাইতো? শীর্ষে থাকা দলের খুব কাছে। এটা মোটেও খারাপ নয়। এখন তারা সেভিয়ার বিপক্ষে খেলবে, আর ম্যাচটি জিতলেই রিয়াল তাদের চেয়ে এগিয়ে যাবে। বার্সেলোনা তাদের পেছনে আছে, অ্যাতিলেতিকো এগিয়ে আছে মাত্র ১ পয়েন্টে।’

রিয়ালের কোচ বদলের কোনও কারণ দেখছেন না মরিনহো। যে কারণে মাদ্রিদের ক্লাবটির দায়িত্ব নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাবেক ম্যানইউ কোচ, ‘জিদানের পুরো জীবন জুড়ে রয়েছে ফুটবল, সে খুব ভালো করেই খেলাটা সম্পর্কে জানে। এর মধ্যে আমরা নাম জড়ানোটা মোটেও পছন্দ নয়। অনেক জায়গাতেই সমস্যা আছে, তাই বলে কাউকে অসম্মান করাটা উচিত নয়।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমি (রিয়ালে) ফিরছি না, কারণ সেখানে কোচ আছে। যে দলে কোচ আছে, সে দলে তো আর কোচিং করাতে পারব না। আপনাকে অবশ্যই শুধু ক্লাব নয়, কোচকেও সম্মান দেখাতে হবে। আমি এর (রিয়াল কোচ হওয়ার) বাইরে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা