X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বার্সার হারে সুয়ারেসের দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৪

লুই সুয়ারেস দুই বছর পর লা লিগায় ফেরা গ্রানাদার কাছে হারলো বার্সেলোনা। ২-০ গোলের এই ‘উদ্বেগজনক’ হারের পর লুই সুয়ারেস বললেন, বার্সেলোনার জন্য লম্বা ও কঠিন সময় অপেক্ষা করছে।

এই লিগ মৌসুমে দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ হারলো বার্সা। এর আগে ওসাসুনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। তাতে ১৯৯৪-৯৫ মৌসুমের পর প্রথমবার তাদের প্রথম তিনটি অ্যাওয়ে লিগ ম্যাচ জয়হীন থাকলো কাতালান জায়ান্টরা।

গত মৌসুম বিবেচনায় সব ধরনের প্রতিযোগিতায় এনিয়ে টানা ৭ ম্যাচ প্রতিপক্ষের মাঠে জিততে ব্যর্থ বার্সা। আর নিরপেক্ষ ভেন্যুতে খেলা কোপা দেল রে ফাইনালকে যুক্ত করা হলে ন্যু ক্যাম্পের বাইরে বার্সার জয়খরা দাঁড়াবে ৮ ম্যাচে। ১৯৯৪-৯৫ সালের পর এই প্রথমবার পাঁচ ম্যাচে সবচেয়ে কম পয়েন্ট (৭) অর্জন করেছে কাতালানরা।

এখানেই শেষ নয়। এই লিগ মৌসুমে গোল খাওয়া দলের তালিকায় সবার ওপরে বার্সা, ৫ ম্যাচে তাদের জালে বল ঢুকেছে ৯ বার। ম্যাচ শেষে নিজের হতাশা লুকালেন না সুয়ারেস, ‘এটা উদ্বেগজনক হার, আমরা ব্যথিত। অনেক কিছুর দিকে আমাদের তাকাতে হবে এবং উন্নতি করে সামনের দিকে এগিয়ে যেতে আত্মসমালোচক হওয়া দরকার।’

সুয়ারেস আরও বলেছেন, ‘গত মৌসুম নিয়ে আমরা ভাবছি না, যখন আমরা চ্যাম্পিয়ন ছিলাম। এখন বিশ্লেষণ করার সময়। কেন প্রতিপক্ষের মাঠে জিততে পারছি না, সেটা পর্যালোচনা করতে হবে। কারণ এটা দুশ্চিন্তা বাড়াচ্ছে।’

সামনে কঠিন সময় অপেক্ষা করছে মনে করেন উরুগুয়ান স্ট্রাইকার, ‘আমাদের মেনে নিতে হবে যে ম্যাচগুলো জিততে হবে এবং সেটা আমরা পারছি না। এখনও আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে (লা লিগায়), কিন্তু এই ধরনের ম্যাচগুলো আপনাকে লিগ জেতাতে পারে। এটা হতে যাচ্ছে দীর্ঘ ও জটিল একটা বছর।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা