X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নেইমারকে তারা ঘৃণা করে

সাওপাওলো থেকে রায়হান মাহমুদ
১০ জুন ২০১৪, ২১:৪২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

সারাবিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থকদের এটা অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটাই সত্যি। ব্রাজিলের অনেক লোকই সেলেকাওদের ভক্ত নয় এবং নেইমারকে ঘৃণা করে। ব্রাজিলিয়ানদের উৎসবের প্রাণকেন্দ্র পাওলিস্তার গ্র্যান্ড অ্যাভিনিউতে এরিকা ও ক্যাট সুয়ারেজের সঙ্গে কথা বলার পর বুঝিয়ে দিল তারা অন্য ধাঁচের মানুষ।

মজার ব্যাপার হল তারা দুজনেই ইংরেজিতে কথা বলতে পারে। এটা ব্রাজিলে খুব কমই দেখা যায়। আমি ইংরেজি বলতে পারি শুনে তারা আমার সঙ্গে কথা বলতে এগিয়ে আসে। কিছুক্ষণ পরই তারা জানতে পারে আমি বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে ব্রাজিলে এসেছি। আমার পরিচয় পাওয়ার পরও তারা আতঙ্কিত হয়নি বরং তাদের অনুভূতি অারো শেয়ার করতে চাইছিলো।

এরিকা সাদা এবং ক্যাট কালো রংয়ের। দয়া করে এটাকে আমার বর্ণবাদী মনোভাব বলে মনে করবেন না। পরিস্থিতি বুঝানোর জন্যই এটা উল্লেখ করলাম।

এরিকা জানাল, সরকার জনগণের বিশ্বকাপ বিরোধী প্রতিবাদ দমনে সব রকমের পন্থাই অবলম্বন করেছে। আমরা মনে করি জনগণের টাকায় বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। অার আমি মনে করি না ব্রাজিল বিশ্বকাপ জিতবে। দল হিসেবে তাদের আত্মবিশ্বাস খুব বেশি না।

কোনটার পক্ষে জনসমর্থন বেশি- বিশ্বকাপের পক্ষে না বিপক্ষে? এমন প্রশ্নের উত্তরে ক্যাট কূটনৈতিক ভাষায় উত্তর দিল, ‌'বিশ্বকাপ বিরোধী মনোভাবের লোক কম নয়। আমি মনে করি কয়েক লাখ ব্রাজিলিয়ান ইতোমধ্যে প্রতিবাদে শামিল হয়েছে। আমি অনেক লোক জড়ো করতে পারবো যারা আমার মতামতকে সমর্থন জানাবে।'

এছাড়া নেইমারকে দরিদ্র থেকে ধনীতে পরিণত অতীত ভুলে যাওয়া ভয়ংকর ব্যক্তিত্বের মানুষ হিসেবে ব্যাখ্যা করল ক্যাট। ক্যাটের ভাষায়, নেইমার ভালো মানুষ নয়। আমার সন্দেহ, সে অসামাজিক একজন মানুষ যে ধনী হওয়ার পর নিজের অতীতকে অবহেলা করেছে। তাকে দেখে মনে হয়, সে নিজের অতীত ভুলে গেছে এবং মানুষের প্রতি তার আচরণ সন্তোষজনক নয়। আমি তাকে পছন্দ করি না। বরং পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আমি ভক্ত যার সমাজের মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে।

ক্যাটের এ বক্তব্যকে ইতিবাচকভাবে সম্মতি জানায় এরিকা।

সম্প্রতি নেইমার একটি বিলাসবহুল কার ট্রিপ্লেক্স এবং একটি ইটালিয়ান ইয়ট কিনেছেন। যা তার বিত্তশালী হওয়ার প্রমাণ করে। নেইমারের এসব বিলাসিতা সমাজের বঞ্চিত শ্রেণীর মধ্যে হিংসার জন্ম দিয়েছে।

ঘটনা যাই হোক ব্রাজিলের জাতীয় দল এবং দলটির ফুটবল তারকাকে সমর্থন করেন না বা নেইমারকে অপছন্দ করাটাই বিস্ময়কর।

/এএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও