X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আগারওয়ালের সেঞ্চুরিতে পুনে টেস্টেও দুর্দান্ত ভারত

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ১৭:৩১আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:৩৭

মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরি উদযাপন টেস্ট ক্যারিয়ারের ‍প্রথম সেঞ্চুরিকে ডাবলে নিয়ে গিয়েছিলেন মায়াঙ্ক ‍আগারওয়াল। বিশাখাপত্তনম টেস্টের পারফরম্যান্সের ধারা ধরে রেখে পুনে টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন এই ব্যাটসম্যান। তার ১০৮ রানের ইনিংসের পর বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার হাফসেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্টের প্রথম দিনটা দারুণ কেটেছে ভারতের।

বৃহস্পতিবার শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত প্রথম দিন শেষ করেছে ৩ উইকেটে ২৭৩ রানে। ‍আলোর স্বল্পতার কারণে ৪.৫ ওভার আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। এর আগে আগারওয়াল টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করে খেলেছেন ১০৮ রানের ইনিংস। অধিনায়ক কোহলি অপরাজিত আছেন ৬৩ রানে, আর ‍পূজারা করেছেন ৫৮ রান।

বিশাখাপত্তনম টেস্টে প্রথমবার ওপেনিংয়ে নেমে দুই ইনিংসে সেঞ্চুরি করার বিরল রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা। তাতে পুনে টেস্টে প্রত্যাশার পারদ আরও উঁচুতে তুলেছিলেন তিনি। যদিও প্রথম ইনিংসে ব্যর্থ এই ওপেনার। ১৪ রান করে কাগিসো রাবাদার প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

রোহিতের আউটের পর বড় জুটি গড়েন আগারওয়াল ও পূজারা। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে গড়েন তারা ১৩৮ রানে জুটি। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। যদিও ফিফটি পূরণের পর বেশিক্ষণ টিকতে পারেননি পূজারা। ৫৮ রান করে রাবাদার বলে ধরা পড়েন তিনি ফাফ দু প্লেসির হাতে। ১১২ বলের ইনিংসটি তিনি সাজান ৯ চার ও ১ ছক্কায়।

আগারওয়াল অবশ্য ভুল করেননি। দারুণ ব্যাটিংয়ে পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। রাবাদার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ১৯৫ বলে খেলে যান ১০৮ রানের চমৎকার ইনিংস। দারুণ সব শটে সাজানো ইনিংসটিতে রয়েছে ১৬ বাউন্ডারির সঙ্গে ২ ছক্কার মার।

তার আউটের পর দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন কোহলি ও রাহানে। তৃতীয় উইকেটে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। কোহলি ইতিমধ্যে পূরণ করেছেন হাফসেঞ্চুরি (৬৩*), আর রাহানে অপরাজিত আছেন ১৮ রানে।

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার একমাত্র সফল বোলার রাবাদা। ভারতের হারানো ৩ উইকেটের সবকটি তার শিকার। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা