X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্টেও ভারতের নিয়ন্ত্রণ

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ১৮:৩৩আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১২:৫৪

দাপুটে ব্যাটিংয়ের পর বল হাতেও আগ্রাসী দেখা গেলো ভারতকে। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ব্যাটিং প্রদর্শনী নির্বিঘ্নে চলছে সিরিজের দ্বিতীয় টেস্টেও। চরিত্র শুধু বদল হয়েছে এবার। আগেরবার মায়াঙ্ক আগারওয়াল ডাবল সেঞ্চুরি করেছিলেন বিশাখাপত্তনমে। পুনে টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলির ২৫৪ রানের অপরাজিত ইনিংসে এবার রানের পাহাড়ে ভারত। ৫ উইকেটে ৬০১ রান তুলে তারা ঘোষণা করেছে প্রথম ইনিংস।

দ্বিতীয় দিন শেষে প্রোটিয়ারাও খুব একটা স্বস্তিতে নেই। ৩৬ রানে হারিয়েছে ৩ উইকেট। তাতে এই টেস্টের নিয়ন্ত্রণও এখন ভারতের হাতে।  

দিনের আলোচিত ইনিংসটি ছিল ভারতীয় অধিনায়কের। প্রোটিয়া বোলারদের ওপর এককভাবে আধিপত্য বিস্তার করে খেলেছেন রীতিমত। ডাবল সেঞ্চুরি তুলে নিতে চার হাঁকিয়েছেন ৩৩টি! ছয় ছিল ২টি।

ভারতের ব্যাটিং আধিপত্যের দিনে প্রোটিয়াদের ভুলও কম নয়। ফিল্ডিং মিসের মহড়াও চেলেছে নিয়মিত। আবার নো বলই হয়েছে ১১টি! যার খেসারত দিয়েছে সফরকারীরা। নাহলে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর সাজঘরে ফিরে যেতেন কোহলি। স্লিপে দাঁড়ানো ফাফ দু প্লেসি তার ক্যাচ নিলেও সানুরান মুথুস্যামির ডেলিভারিটি বৈধ ছিল না!

ডাবল সেঞ্চুরির দিন রেকর্ড বই নতুন করে লিখেছেন কোহলি। অধিনায়ক হিসেবে নবম দেড়শো প্লাস রান করে সবার শীর্ষে ভারতীয় অধিনায়ক। পেছনে ফেলেছেন অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে। অধিনায়ক হিসেবে তার এমন ইনিংস ছিল ৮টি।  

ভারতীয় ব্যাটসম্যানদের মাঝে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিকও এখন কোহলি (৭টি)। ৬টি নিয়ে তার পরে আছেন শচীন টেন্ডুলকার ও শেবাগ। একই সঙ্গে ৬টি ভিন্ন দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়লেন এই টেস্টে। বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

তার সঙ্গী হয়ে হাফ সেঞ্চুরিতে ফিরে গেছেন চেতেশ্বর পূজারা (৫৮) ও আজিঙ্কা রাহানে (৫৯)। রবীন্দ্র জাদেজা যোগ্য সঙ্গী হলেও শেষ দিকে ৯১ রানে তিনি ফিরলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন কোহলি। তিনি অপরাজিত থাকেন ক্যারিয়ার সেরা ২৫৪ রানে।  

বল হাতে সিরিজটা দুঃসহ হয়ে দাঁড়িয়েছে প্রোটিয়াদের। তিন পেসারের কেউই সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। এমনকি স্পিনাররাও রান দিয়েছেন গণহারে। মহারাজ ওভার প্রতি দিয়েছেন ৩.৯২ রান। সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।   

নিজেদের ইনিংসে খেলতে নামা প্রোটিয়াদের শুরুটাও হয়েছে শঙ্কা জাগিয়ে। পর পর দুই ওভারে ওপেনার এইডেন মারক্রাম ও ডিন এলগারের উইকেট নিয়েছেন পেসার উমেশ যাদব। ৩৩ রানে তেম্বা বাভুমাকে সামি ফেরালে দ্বিতীয় দিনেই অস্বস্তিতে পড়ে গেছে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। তারা এখনও পিছিয়ে ৫৬৫ রানে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া