X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আরাফাত সানির ৬ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ১৯:০২আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৯:০৪

চমৎকার দিন কাটিয়েছেন আরাফাত সানি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মিরপুরের ম্যাচে চলছে স্পিনারদের দাপট। চট্টগ্রাম-ঢাকা মেট্রো ম্যাচের প্রথম দিনে ছিল মাহমুদউল্লাহর ঘূর্ণি জাদু, আর শুক্রবার দ্বিতীয় দিনে ঢাকা মেট্রোর আরাফাত সানির স্পিন বিষে নীল চট্টগ্রাম। এই স্পিনার পেয়েছেন ৬ উইকেট।

দ্বিতীয় স্তরের এই ম্যাচে সানির ঘূর্ণিতে চট্টগ্রাম প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৯০ রানে। ব্যাটিংয়ে খুব একটা স্বস্তিতে নেই ঢাকা মেট্রোও। দ্বিতীয় দিন শেষে ৬৬ রান তুলতে তারা হারিয়েছে ২ উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯বারের মতো ৫ উইকেট পেয়েছেন সানি। প্রথম দিন উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় দিন বাঁহাতি স্পিনার ৬ উইকেট নিয়েছেন ৮৭ রান খরচায়।

১৪৭ রান দিয়ে দ্বিতীয় দিন শুরু করে চট্টগ্রাম। আগের দিন ১৭ রানে অপরাজিত থাকা তাসামুল হক সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন। যদিও পারেননি, ৯০ রানে আউট হয়ে গেছেন তিনি। ৩২৭ মিনিট ক্রিজে টিকে থাকা তাসামুল ফিরেছেন সানির শিকার হয়ে। এই স্পিনারের নিচু হওয়া বল ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। ২৪৯ বলের ইনিংসটি চট্টগ্রাম ব্যাটসম্যান সাজান ৭ বাউন্ডারিতে।

সানির প্রথম শিকার ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন (৩০)। এরপর তাসামুলের সঙ্গে মাসুম খানের ৫৭ রানের জুটি ভাঙেন তিনি। আল-আমিনের তালবন্দী হওয়ার আগে ২৭ রান করেন জাতীয় লিগে অভিষিক্ত মাসুম। এরপর মিনহাজুল আবেদীন আফ্রিদি, মেহেদী হাসান ও নোমান চৌধুরী রানের খাতা খোলার আগেই আউট হন সানির ঘূর্ণিতে।

সানির চমৎকার বোলিংয়ের পর ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় ঢাকা মেট্রো। ২২ রানের মধ্যে হারায় দুই ওপেনার সাদমান ইসলাম (৬) ও রাকিন আহমেদকে (৮)। দিনের বাকি সময়টা অবশ্য বিপদ ছাড়াই পার করে দিয়েছেন শামসুর রহমান (২৬*) ও অধিনায়ক মার্শাল আইয়ুব (২১*)।

দ্বিতীয় স্তরের অন্য খেলায় মুখোমুখি হয়েছে সিলেট ও বরিশাল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের ম্যাচটির প্রথম দিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় দিনে হয়েছে মাত্র ৩১ ওভার। সে পর্যন্ত টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেট ৩ উইকেটে করেছে ৬৮ রান।

কামরুল ইসলাম রাব্বির তোপে শুরুতেই ফিরে যান সিলেটের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন (৬) ও তৌফিক খান (১৬)। ওয়ান ডাউনে নামা রাহাতুল ফেরদৌস (৪) শিকার তৌহিদুল ইসলামের। অপরাজিত আছেন জাকির হাসান (৩২*) ও অধিনায়ক অলক কাপালি (৮*)।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়