X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাংহাই মাস্টার্সে ব্যর্থ ফেদেরার-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ২২:০৯আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২২:৩০

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ফেদেরার। জাপান ওপেন জিতে দুরন্ত ফর্মে ছিলেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। সাংহাই মাস্টার্সেও ৩৪তম এটিপি মাস্টার্স শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। তাকে কোয়ার্টার ফাইনালে বিদায় দিয়েছেন স্তেফানোস সিসিপাস।তার মতো ব্যর্থ হয়েছেন আরেক ফেভারিট রজার ফেদেরার।

র‌্যাংকিংয়ের এক নম্বর জোকোভিচ প্রথম সেটটা ৩-৬ গেমে জিতেছিলেন, তবে পরের দুই সেটে হেরে গেছেন ৭-৫, ৬-৩ গেমে। অপর ম্যাচে মেজাজ হারিয়ে হেরেছেন ফেদেরার। তাকে ৬-৩, ৬-৭ (৭-৯), ৬-৩ গেমে হারিয়েছেন জার্মান আলেক্সান্ডার জিভরেভ।

সেমিফাইনালে সিসিপাস খেলবেন দানিল মেদভেদেভের সঙ্গে। অপরটিতে জিভরেভ খেলবেন মাত্তেও বেরেত্তিনি অথবা ডমিনিক থিয়েমের বিপক্ষে।

ছন্দ ধরে রাখতে পারলেন না জোকোভিচও। জোকোভিচের সঙ্গে জিতলেও শুরুতে ছন্দে ছিলেন না গ্রিক ২১ বছর বয়সী সিসিপাস। শুরুর তিনটি গেমেই হেরেছিলেন। সাংহাইয়ে চারবার ও বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ পরের সেট থেকে আর ছন্দ ধরে রাখতে পারেননি। ম্যাচের পর প্রতিপক্ষের সার্ভ নিয়ে প্রশংসা ঝরেছে তার কণ্ঠে, ‘তার টেনিস কিন্তু উঁচু মানের। সার্ভের পর সে ভালো খেলেছে।’

অপর দিকে মেজাজ হারানোর কারণে পেনাল্টি হিসেবে পয়েন্ট দিতে হয়েছে ফেদেরারকে। দ্বিতীয় সেটে ৫টি ম্যাচ পয়েন্ট বাঁচালেও চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যান। ক্ষুব্ধ হয়ে কোর্টের বাইরে বল আঘাত করেছিলন দুইবার। তাই ডিসাইডিং সেটে পেনাল্টি হিসেবে পয়েন্ট কেটে নেওয়া হয় তার। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি