X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্পন্সর হিসেবেও বিপিএলে নেই আগের ফ্র্যাঞ্চাইজিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ২০:০২আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২০:০৫

স্পন্সর হিসেবেও বিপিএলে নেই আগের ফ্র্যাঞ্চাইজিরা গত ২২ সেপ্টেম্বর ছিল এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওই) জমা দেওয়ার শেষ দিন। কিন্তু পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের কেউই আগ্রহ দেখায়নি বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া বিপিএলে। এরপরও তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা ছিল বিসিবি ইওই জমা দেওয়া প্রতিষ্ঠান বা মালিকের চূড়ান্ত তালিকা প্রকাশ না করায়। এতদিন চুপ থাকলেও বিসিবি সোমবার নিশ্চিত করেছে, পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের কেউই স্পন্সর হিসেবে নেই।

ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলাদা বৈঠক করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। যদিও বৈঠকের আলোচনা পাশ কাটিয়ে ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে নতুন পরিকল্পনা করেছে বিসিবি। যার কিছুই শুরুতে জানতো না ফ্র্যাঞ্চাইজিরা। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএল পরিচালনা করবে বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছিল, চাইলে পুরোনো ফ্র্যাঞ্চাইজিরা স্পন্সর হিসেবে আবেদন করতে পারবে। কিন্তু কেউই আগ্রহ দেখায়নি। নতুন স্পন্সর যোগ হচ্ছে সামনের বিপিএলের সাত দলে।

এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেছেন, ‘আগে যারা (ফ্র্যাঞ্চাইজি) ছিল, তারা কেউ আবেদন করেনি। আমরা নতুন স্পন্সর নিয়েই কাজ করব। ইতিমধ্যে চারটি প্রতিষ্ঠান প্রায় চূড়ান্ত হয়ে গেছে, স্পন্সর পার্টনার হিসেবে যাদের আমরা নিতে পারি। তাদের সঙ্গে আমাদের গত সপ্তাহে আলাপ-আলোচনা হয়েছে। তিনটি প্রতিষ্ঠান বাকি আছে, হয়তো তিন-চার দিনের মধ্যে তাদের ইন্টারভিউ নেবো। তারপর সাতটি দল চূড়ান্ত করে ফেলবো।’

দলগুলোর স্পন্সর হিসেবে কারা আসছে, এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘চারটি প্রতিষ্ঠানের মধ্যে বাংলা টাইগার আইটি, আখতার গ্রুপ, সাগর করপোরেশন নামে একটা বিজনেস গ্রুপ আছে। আরেকটা মিডিয়া প্রতিষ্ঠান আছে, এদের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবই এই মাসের মধ্যে ঠিক হয়ে যাবে।’

স্পন্সর পার্টনার হিসেবে আগের ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কেউ না এলেও ঢাকা ডায়নামাইটসের মালিক বেক্সিমকো ‘অন্যভাবে’ বিপিএলের সঙ্গে থাকছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। বিসিবির একটি সূত্রে জানা গেছে, বিপিএলের টাইটেল স্পন্সর হতে আগ্রহী বেক্সিমকো। টাইটেল স্পন্সর হিসেবে থাকলেও ঢাকা ডায়নামাইটসকে স্পন্সর করছে না প্রতিষ্ঠানটি। ঢাকাকে কারা স্পন্সর করবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

যদিও জালাল ইউনুস বিষয়টি অস্বীকার করেছেন, ‘টাইটেল স্পন্সর আমরা এখনও চাইনি। এজন্য খুব শিগগিরই বিজ্ঞাপন দেবো। পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কোনও কোম্পানি আগ্রহ দেখালে আমাদের তো কোনও সমস্যা নেই। সবকিছু ঠিক থাকলে তাদেরকেও আমার নিতে পারি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না