X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লম্বা সময় চোট শঙ্কায় সানচেস

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ২০:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০৮

আলেক্সিস সানচেস ফুটবল ক্যারিয়ার নতুন করে শুরুর ইঙ্গিত দিয়েছেন আলেক্সিস সানচেস। ফর্মহীনতা ও ব্যর্থতা কাটিয়ে উঠতে যাওয়ার মুখেই আবার শঙ্কার মেঘ জন্মেছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে ইন্টার মিলানে যাওয়া এই উইঙ্গারকে ঘিরে। অ্যাঙ্কেলের চোটে লম্বা সময় মাঠের বাইরে ছিটকে যাওয়ার আশঙ্কায় তিনি।

জাতীয় দল চিলির জার্সিতে খেলার সময় চোট পেয়েছেন সানচেস। অ্যাঙ্কেলে মারাত্মক আঘাত পাওয়া সাবেক বার্সেলোনা তারকাকে ছুরি-কাচির নিচে যাওয়ার সম্ভাবনার কথাও শুনিয়েছেন চিলি কোচ রেইনালদো রুয়েদা। অস্ত্রোপচার করা লাগলে তিন মাসের জন্য ছিটকে যেতে পারেন সানচেস।

কলম্বিয়ার বিপক্ষে চিলির গোলশূন্য ড্রয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে চোট পান সানচেস। চিলি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘রগ সরে গেছে’ ইন্টার ফরোয়ার্ডের। লাতিন আমেরিকান তারকা গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ছেড়ে ধারে যোগ দিয়েছেন ইন্টারে। এখন তিনি আছেন পরীক্ষা-নিরীক্ষার অপেক্ষায়।

সংবাদ সম্মেলনে সানচেসের অবস্থা জানাতে গিয়ে রুয়েদা বলেছেন, ‘ওকে ছুরি-কাচির নিতে যেতে হবে পারে। বিষয়টি তার ক্লাব ইন্টার ঠিক করবে। আমরা তাকে দুই-তিন মাসের জন্য হারাতে পারি। এটা খুবই খারাপ বিষয়, কেননা আলেক্সিস আবার খেলা শুরু করেছিল, ইন্টারের জার্সিতে দুটো গোলও করেছে। তাছাড়া চ্যাম্পিয়নস লিগেও সে খেলছিল।’

অবশ্য এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেননি চিলি কোচ, ‘ও ভালোই আছে, আশাবাদীও (বড় কিছু হয়নি)। এখন আমাদের সামনের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে (পরীক্ষা-নিরীক্ষার ফলের জন্য)। দেখা যাক কী হয়।’

দারুণ সম্ভাবনাময় ক্যারিয়ার ঠিক পথে রাখতে পারেননি সানচেস। বার্সেলোনা ছেড়ে আর্সেনালে যোগ দিয়ে ইনজুরিতেই শিরোনাম হয়েছেন বেশি। এরপর ম্যানইউয়ে গিয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি। সবশেষ গ্রীষ্মের দলবদলে ধারে যোগ দিয়েছেন ইন্টারে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’