X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

রোহিতের সেঞ্চুরির পর বৃষ্টির বাধা

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ১৭:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৭:২০

রোহিত শর্মার আরেকটি সেঞ্চুরি একটু দম নিয়ে আবার রান উৎসবে ফিরলেন রোহিত শর্মা। পুনে টেস্টের দুই ইনিংসে ব্যর্থ হওয়া এই ওপেনার রাঁচি টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার শতকের পর বৃষ্টির বাধায় প্রথম দিনের খেলা অনেক আগেই শেষ হয়ে যায়। সে পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২২৪ রান।

রাঁচি টেস্টের প্রথম দিনের দৈর্ঘ্য ৫৮ ওভার। চা বিরতির পরপরই বৃষ্টির কারণে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূরণ করে ১১৭ রানে অপরাজিত আছেন রোহিত। আর তাকে যোগ্য সঙ্গ দেওয়া আজিঙ্কা রাহানে দ্বিতীয় দিন শুরু করবেন ৮৩ রান নিয়ে।

টেস্ট ক্যারিয়ার নতুন করে শুরু করেছেন রোহিত। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই প্রথমবার ওপেনারের ভূমিকায় সুযোগ মেলে তার। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে দুই ইনিংসেই তুলে নেন সেঞ্চুরি। পুনে ‍টেস্টে সুবিধা করতে না পারলেও প্রয়োজনের সময় জ্বলে উঠেছেন তিনি। ১৬৪ বলে খেলা হার না মানা ১১৭ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৪ চার ও ৪ ছক্কায়।

এই ইনিংস খেলার পথে এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন রোহিত। প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত খেলা ৪ ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১৭ ছক্কা। নির্দিষ্ট কোনও টেস্ট সিরিজে এটাই এখন যে কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ভেঙেছেন তিনি গত বছর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৫ ছক্কা হাঁকানো শিমরন হেটমায়ারের আগের রেকর্ড।

রোহিতের সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন রাহানে। এই ওপেনারের সঙ্গে অবিচ্ছিন্ন ১৮৫ রানের জুটি গড়ে তিনি অপরাজিত ৮৩ রানে। ১৩৫ বলের ইনিংসটি রাহানে সাজিয়েছেন ১১ চার ও ১ ছক্কায়।

যদিও ভারতের শুরুটা মোটেও ভালো ছিল না। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পড়ে কাগিসো রাবাদার তোপের মুখে। মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ১০ রান করে রাবাদার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ভারত হারায় চেতেশ্বর পূজারার উইকেট। রাবাদার বলে এলবিডাব্লিউ হওয়ার আগে রানের খাতা খুলতে ব্যর্থ এই ব্যাটসম্যান।

রোহিতকে নিয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার লড়াইয়ে নামেন বিরাট কোহলি। যদিও পারেননি ভারতীয় অধিনায়ক। এনরিখ নোর্টির বলে ১২ রান করে এলবিডাব্লিউয়ের শিকার হন তিনি। এরপরই শুরু রোহিত-রাহানের প্রতিরোধ। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন