X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জামালের নৈপুণ্যে চট্টগ্রাম আবাহনীর রোমাঞ্চকর জয়

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
২৩ অক্টোবর ২০১৯, ২১:৪১আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২১:৫২

চট্টগ্রাম আবাহনীর গোলের উল্লাস লাওসের নিউ এলিফ্যান্টসের কাছে ২-১ গোলে পিছিয়ে পড়েছিল চট্টগ্রাম আবাহনী। অধিনায়ক জামাল ভূঁইয়ার নৈপুণ্যে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় পেলো তারা। বুধবার টানা দ্বিতীয় জয়ে চট্টগ্রামের এই দলটি শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো।

দিনের আরেক ম্যাচে ভারতের মোহনবাগান ২-০ গোলে মালদ্বীপের টিসি স্পোর্টসকে হারিয়েছে। টানা দ্বিতীয় হারে গতবারের চ্যাম্পিয়নদের বিদায় প্রায় নিশ্চিত হয়েছে। দুই ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে মোহনবাগান ও এলিফ্যান্টসের সমান ৩ পয়েন্ট।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে স্বাগতিকরা শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে। মাত্র ১০ মিনিটে এগিয়ে যায় আবাহনী। মন্টেনিগ্রোর রোতকোভিচ লুকার কাটব্যাক থেকে বক্সের মধ্যে থাকা চিনেদু ম্যাথিউ নিখুঁত টোকায় বল জালে জড়িয়ে দেন।

এক গোলে পিছিয়ে পড়ে এলিফ্যান্টস সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে। পুরস্কার পায় ১৪ মিনিটের গোলে। প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন আফিক্সাই থানাখান্তি। ৩৩ মিনিটে নিজেদের ভুলে গোল খেতে হয়েছে আবাহনীকে। ইকবাল জন ভুল পাসে বল তুলে দেন সোমেক্সে কেয়োহানামের পায়ে, এই ফরোয়ার্ড একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন। ২-১ এ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে চট্টগ্রাম আবাহনী।

বিরতির পর আবাহনীর আক্রমণে ধার বাড়ে। একের পর এক আক্রমণ গড়ে প্রতিপক্ষকে কোনঠাসা করে ফেলে। অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন দুর্দান্ত। নিজে গোল করেছেন, করিয়েছেন দুটি।

৫৪ মিনিটে স্কোরলাইন ২-২ করে স্বাগতিকরা। জামালের ক্রসে রোতকোভিচের হেডে দলে স্বস্তি ফেরে। ৭৪ মিনিটে নিজেই গোল করেন জামাল। রহমত মিয়ার লম্বা থ্রো ইন থেকে প্রতিপক্ষ ডিফেন্ডাররা বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বক্সের ভেতরে বল পেয়ে জামাল বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন।

চার মিনিট পর আবাহনী লাওসের দলকে আরও ব্যাকফুটে ফেলে দেয়। জামালের ক্রসে আইভরি কোস্টের কেফি জিন চারলেস দিদিয়ের মাথা ছুঁয়ে দেন। তাতে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশের ক্লাব।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’