X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাকিবের শাস্তির বিষয়ে বিসিবি কিছুই জানতো না: মাহবুব আনাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ২১:৫৮আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২২:০৮

বিসিবির পরিচালক মাহবুব আনাম ক্রিকেটার সাকিব আল হাসানের শাস্তির বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগে থেকে কিছুই জানায়নি বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক মাহবুব আনাম। তিনি বলেন, ‘এ বিষয়ে বিসিবি কিছুই জানতো না। বিষয়টি আমরা সাকিবের কাছ থেকেই প্রথম শুনেছি, আইসিসি আমাদের জানায়নি। শুধুমাত্র বিসিবি সভাপতিকেই সাকিব অফিসিয়ালি জানিয়েছিলেন। তার আগ পর্যন্ত বিসিবি সভাপতি কিছু জানতেন না।’ শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আবার ক্রিকেট’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। শনিবার (২ নভেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
এ বিষয়ে বিসিবি কিছুই না জানা প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, ‘বেশ কিছু সিনিয়র প্লেয়ার ভারত সফরে যাবেন না এরকম একটা আভাস আমরা পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম, সেটাকে কেন্দ্র করেই হয়তো খেলোয়াড়দের উত্তেজনা। বিষয়টি সাকিব নিজেই বিসিবি সভাপতিকে জানিয়েছেন সবার আগে। ২৪ অক্টোবর খেলোয়াড়দের ধর্মঘট স্থগিত হওয়ার পরে সাকিব সভাপতির অফিসে গিয়ে তাকে জানিয়েছেন। সাকিব জানিয়েছেন, তিনি ভারতে যেতে পারবে না, কারণ তার একটা নিষেধাজ্ঞা আসতে পারে।

‘সাকিব বিসিবি প্রেসিডেন্টকে জানানোর দুদিন পরও কিন্তু তিনি সাকিবকে ডেকে এনে জানতে চেয়েছেন পুরো বিষয়টি। কারণ, নিষেধাজ্ঞার বিষয়ে সাকিব আর আইসিসির চুক্তিবদ্ধ হতে হবে। হয়তো মৌখিক সম্মতি হয়েছে; কিন্তু যতক্ষণ লিখিতভাবে না আসে তার আগে তো সাসপেনশন আসবে না। সেজন্য বিসিবিও কোনও সিদ্ধান্ত নিতে পারছে না। কারণ জানুয়ারি মাস থেকে এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে কোনও কিছুতে বিসিবি অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং এখানে আত্মপক্ষ সমর্থন করা কিংবা সিদ্ধান্ত মেনে নেওয়া সাকিবের একার দায়িত্ব।’

আইসিসির দুর্নীতিবিরোধী কোড অনুযায়ী বিসিবি চাইলে সাকিবের দুটি অপরাধের শাস্তি কমাতে চেষ্টা করতে পারতো– এমন তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেন বিসিবির পরিচালক মাহবুব আনাম। বিষয়টি বিশ্লেষণ করে তিনি বলেন, ‘সাজা কমানোর সুযোগ থাকার কথা যিনি বলেছেন, হয় জেনে মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন। আইসিসির বর্তমান কোড ২০১৮ সালের ফেব্রুয়ারিতে হয়েছে। যেখানে বলা আছে– তার অপরাধটি হওয়ার সময় দুর্নীতি দমন কোডে যা ছিল, সেটি তার জন্য প্রযোজ্য হবে। পুরোটা না পড়লে সত্য জানা যাবে না। তাতে এও বলা আছে, আগের কোড ও এখনকার কোডের মধ্যে যেটি সর্বনিম্ন থাকবে সেটিই প্রযোজ্য হবে তার জন্য। আইসিসির ২০১৪ সালের কোডে তথ্য গোপন করা হলে ছয় মাস থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার কথা আছে। সেই কোডের কিন্তু পরিবর্তন ঘটেনি। ‘যেভাবে কেউ কেউ বলছেন, “আইসিসির নীতিতে পরিবর্তন ঘটেছে” বা “সাকিব এত সাজা পেতেন না”– এসব ভুল তথ্য। কারণ আইসিসি বলেছে, বিচার হবে আগের আইন অনুযায়ী। সে অনুযায়ী সাকিবের দুটি অপরাধের সাজা হওয়ার কথা নয়, এটি ভুল তথ্য।’  

পুরো বিষয়টি আইসিসির প্রক্রিয়া অনুযায়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্য এখানে কাউকে দোষারোপ করার কিছু নেই। আইসিসির নীতিতেই বলা আছে, খেলোয়াড়ের সঙ্গে আইসিসি সম্পূর্ণ সম্পৃক্ত থাকবে। সেখানে এও বলা আছে, সব প্রক্রিয়া শেষ হলে আইসিসির লিগ্যাল কাউন্সিল ও সিইও তাকে জেরা করবে। প্রক্রিয়া অনুযায়ী, লিগ্যাল কাউন্সিলের আগে দুর্নীতি দমনের কর্মকর্তাদের  সঙ্গে সাকিবের সাক্ষাৎকার হয়েছে। তারপরে তারা দু পক্ষই একটি সিদ্ধান্তে আসে। পুরো বিষয়টি কিন্তু দু পক্ষের সমঝোতাতেই আসবে– অভিযুক্ত সিদ্ধান্ত মেনে নেবেন নাকি আপিল করবেন। যখন সাকিব বলেছেন, মেনে নেবেন তখন আইসিসি তাদের লিগ্যাল কাউন্সিলের প্রতিষ্ঠানকে অভিযোগটি পাঠায়। সেখানে সিদ্ধান্ত হওয়ার পর কিন্তু আর কেউ দেরি করতে পারবে না।  আইসিসির রায়ে লেখা আছে, বিষয়টি জনসম্মুখে উপস্থাপন করার আগ মুহূর্তেই কেবল তার সংশ্লিষ্ট ফেডারেশনকে জানাতে পারবে।’

এ ঘটনায় বিসিবির সম্পৃক্ততা নেই উল্লেখ করে মাহবুব আনাম বলেন, ‘আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার আগ মুহূর্তে বিসিবিকে জানিয়েছে। আমরা দেখার পরে আইসিসি বিজ্ঞপ্তিটি জনসম্মুখে প্রকাশ করে। এই পদ্ধতির মধ্যে কোনও ব্যত্যয় ঘটেনি। সুতরাং বারবার যে বলা হচ্ছে, বিসিবি অন্তর্ভুক্ত হয়ে কিছু একটা করেছে, বিষয়টি সত্য নয়। আমরা সাকিবের পাশে আছি, সবারই তার পাশে থাকা দরকার। এটাকে নিয়ে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে, তার পাশে দাঁড়ানোটাই জরুরি।’ 

সবকিছুই একই দিনে কেন হলো– এমন প্রশ্নের ব্যাখ্যায় মাহবুব আনাম বলেন, ‘সাকিবের মাধ্যমেই আমরা জেনেছি, ২৯ তারিখে একটা রায় আসবে এবং তিনি সেটা সই করবেন ২৯ তারিখেই। এখানে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করার একটি কারণ ছিল। সেই দলের ক্যাপ্টেন ছিলেন সাকিব। আমাদের টি-টোয়েন্টি দলে তামিম যাচ্ছেন না এবং সাকিবের যদি নিষেধাজ্ঞা আসে তাহলে আমরা কোথায় যাবো? কীভাবে দল ঘোষণা করবো? সব ইস্যু কিন্তু এক সুতোয় বাঁধা। সেদিন সভাপতি বোর্ড মিটিংয়ে আমাদের ডেকেছেন সাকিবের বিষয়টি সবাইকে জানাতে। আমরা কিন্তু ওইদিনই প্রথম জানতে পেরেছি এ ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছে। মিটিংয়ের বিষয়টি ছিল দলটি কীভাবে পরিবর্তন করা হবে তা নিয়ে। কারণ সাকিব কিন্তু একাই ‘দুজন’(ব্যাটসম্যান ও বোলার)। তাই তাকে সরিয়ে নতুন করে দল সাজানো আমাদের পক্ষে খুব সহজ কাজ ছিল না।’

সম্প্রতি ফেসবুক পোস্টে সাকিব বিষয়টি স্পষ্ট করেছেন উল্লেখ করে মাহবুব আনাম বলেন, ‘সাকিব ফেসবুকে জানিয়ে সঠিক কাজটি করেছেন। কারণ, এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছিল। সামাজিক মাধ্যমে সবারই মতামত জানানোর সুযোগ রয়েছে; কিন্তু সেসব মত সঠিক কিনা তা অনেকেই যাচাই করছেন না। সাকিব একদম পরিষ্কার করেই বলেছেন, তার অবস্থান কী এবং তিনি কী করেছেন। এই অবস্থায় সাকিবকে সরিয়ে দিতে হলে তাকে একটি স্পেস দিতে হবে। এটা নিয়ে বিতর্ক উঠলেও বিতর্কের কিছু নেই। সাকিব যা বলেছেন সেটাই সঠিক। কারণ, তার সঙ্গে আইসিসির যে কথোপকথন হয়েছে, তা একদমই ব্যক্তিগত। তাদের দু পক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেটা পূর্ণাঙ্গ রূপ নেয় আইসিসি ও সাকিবের মধ্যে যখন চুক্তি হয় তখন।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন–  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কাজী ইনাম আহমেদ, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি