X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আকসুর কোডে তদন্তের বিষয়টি গোপন রাখতে বলা হয়েছে: কাজী ইনাম আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ২২:৫১আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২২:৫৪

বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগের (আকসু) কোড অনুযায়ী তদন্তের বিষয়টি সংশ্লিষ্ট খেলোয়াড়কে গোপন রাখতে হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘আকসুর কোডে ২৭ নম্বর পৃষ্ঠায় বলা আছে, কারও কাছে তদন্তের বিষয়ে মুখ খোলা যাবে না।’ শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আবার ক্রিকেট’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। শনিবার (২ নভেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে কারও যোগাযোগ হয়েছে কিনা তা তিনিই জানেন। আকসু এক্ষেত্রে সুযোগ দিয়ে বলেছে যে, অভিযুক্ত খেলোয়াড় প্রয়োজন হলে আইনজীবী নিতে পারে। আইনজীবী রাখবেন কিনা সে বিষয়ে সাকিব নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি প্লেয়ারের সিদ্ধান্ত।’

অন্যরা না করলেও তদন্তে সাকিব আকসুকে সহযোগিতা করেছে এমন উল্লেখ করে কাজী ইনাম আহমেদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে উদাহরণ হিসেবে দেখলে শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়ার বিষয়ে তদন্ত করার জন্য আকসু তার ফোন চেয়েছিল। তিনি ফোন দুটি দিয়েছিলেন এবং বলেননি যে, তার আরও ফোন ছিল। পরে জয়াসুরিয়া জানিয়েছেন, আরও দুটি ফোন আছে, তবে সেই দুটি ফোন তিনি ব্যবহার করেন না। পরে যখন জানা গেল, ওই ফোনগুলো  তিনি ব্যবহার করেন। তখন কিন্তু সেই ফোনগুলো দেওয়ার বিষয়ে তিনি সহযোগিতা করেননি। সাকিবের প্রধান বিষয় তিনি সহযোগিতা করেছেন। জয়াসুরিয়া সহযোগিতা না করার জন্য দু বছর নিষেধাজ্ঞা পেয়েছেন। একদিকে সাকিবের ভুল যেটি আমরা বারবার বলছি, সাকিব বিষয়টি আইসিসিকে জানাননি। এটি যে ভুল তা তিনি নিজেও স্বীকার করেছেন। স্বীকার করেই কিন্তু এক বছরের সাজা পেয়েছেন। না করলে কিন্তু আরও খারাপ কিছু হতে পারতো।’  

আইসিসির দুর্নীতি দমন কোড আগেরটিই আছে– এমনটি জানিয়ে ইনাম আহমেদ বলেন, ‘যদি আইনে নতুন কিছু অন্তর্ভুক্ত হতো তাহলে সুযোগ থাকতো অপরাধ কমানোর। কিন্তু সেটি আগের মতোই আছে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম,  সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ