X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারতের কলকাতা টেস্টের টিকিটের চাহিদা তুঙ্গে

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৯, ২২:৫৬আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২৩:০১

ইডেন গার্ডেনসে হবে দিবা-রাত্রির টেস্ট নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ-ভারত। কলকাতার এই টেস্টের টিকিটের চাহিদা তুঙ্গে। আয়োজক ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) জানিয়েছে, প্রথম তিন দিনে প্রতিদিন ৫০ হাজারের বেশি দর্শক গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করবেন।

ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর ইন্দোরের ম্যাচের পর ২২ নভেম্বর কলকাতা টেস্টে মুখোমুখি হবে দল দুটি। ইডেন গার্ডেনসের দ্বিতীয় টেস্টটি হবে দিবা-রাত্রির। প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলতে নামা বাংলাদেশ-ভারতের এই ম্যাচ ঘিরে উত্তেজনা-উন্মাদনা তুঙ্গে।

ম্যাচটি স্মরণীয় করে রাখতে সিএবি করছে নানা আয়োজন। দর্শকদের মধ্যেও চরম উত্তেজনা। দুই দেশের প্রথম দিবা-রাত্রি ম্যাচের সাক্ষী হতে চাইছেন তারা। সিবিএ প্রথম দিনে ভরা গ্যালারির প্রত্যাশা করছে। নিজেদের অফিসিয়াল টুইটারে তারা জানিয়েছে, ‘ভারতের প্রথম গোলাপি বলের টেস্টের সাক্ষী হতে ইডেন গার্ডেনসে প্রথম তিন দিনে প্রতিদিন ৫০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকবেন। টিকিটের চাহিদা আকাশছোঁয়া।’

অনলাইন টিকিট প্রথম দিনেই শেষ হয়ে গেছে। ১৪ নভেম্বর থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে। ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’কে সিএবি’র এক কর্তা বলেছেন, ‘প্রথম তিন দিনের টিকিটের চাহিদা অনেক বেশি। ১৪ নভেম্বর থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে ইডেনের গোলাপি বলের টেস্ট দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টেস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ইডেনের ঘণ্টা বাজানোর কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। থাকবেন পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনকরও। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজনীতিবিদদের সঙ্গে খেলার মাঠের তারকারাও থাকছেন ইডেন টেস্টে। ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে খেলা সব খেলোয়াড়কে আমন্ত্রণ জানানো হয়েছে। সিএবি’র আয়োজনে অংশ নেবেন ভারতীয় ক্রীড়াঙ্গনের রথী-মহারথীরা। এরমধ্যে রয়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অলিম্পিকে ভারতের একমাত্র সোনাজয়ী অভিনব বিন্দ্রা, টেনিস তারকা সানিয়া মির্জা, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও ছয়বারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি