X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টেস্ট সিরিজেও লড়াকু বাংলাদেশকে দেখছেন রাহানে

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০১৯, ২২:৪০আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২২:৪৯

আজিঙ্কা রাহানে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দল ভারত, আর নবম স্থানে বাংলাদেশ। শক্তিমত্তাতেও অনেক এগিয়ে বিরাট কোহলির দল। সবশেষ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশের মাটিতে টানা ১১ টেস্ট সিরিজ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে তারা। তারপরও বাংলাদেশকে সমীহ না করার কোনও কারণ দেখছেন না ভারতের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে শুরু করেছিল বাংলাদেশ। পরের দুটি ম্যাচ হেরে সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হয় তাদের। টি-টোয়েন্টির মতো অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই তারা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে সফরকারীদের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখছেন রাহানে।

মঙ্গলবার ইন্দোরে অনুশীলন শেষে কথা বলেন রাহানে। বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান, ‘একটি দল হিসেবে বাংলাদেশ সত্যিই ভালো খেলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা খুব ভালো খেলেছি কিন্তু সেটা এখন অতীত। আমরা এখন শুধু বর্তমান নিয়ে ভাবছি এবং এই সিরিজ নিয়ে।’

তিনি আরও যোগ করেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রত্যেক ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে আমরা হালকাভাবে দেখছি না। আমি নিশ্চিত বাংলাদেশ আমাদের সামনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে এবং এই ম্যাচ ও টেস্ট সিরিজ জিততে তাদের সেরাটা দেবে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বর্তমান স্ট্রেন্থ নিয়ে ভাবা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কী ঘটেছিল, সেটা আর না ভাবাই ভালো।’

বাংলাদেশকে চ্যালেঞ্জিং দল হিসেবে দেখছেন রাহানে, ‘আমি মনে করি প্রত্যেক সিরিজ ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়। বাংলাদেশও আমাদের জন্য চ্যালেঞ্জ। তাদের সম্মান করতে হবে এবং আমরা আমাদের পুরো শক্তি দিয়ে খেলতে যাচ্ছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা