X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওমান ম্যাচেও একই একাদশে আস্থা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ২০:২৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২০:৪৩

অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বে কাতার ও ভারতের বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে কাতার ম্যাচের পর ভারতের মাটিতে একই একাদশ সাজিয়েছিলেন কোচ জেমি ডে। ওমান ম্যাচেও ইংলিশ কোচ আস্থা রেখেছেন ওই দুই ম্যাচের একাদশে।

তাতে কাতার বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচে একই একাদশ নিয়ে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া ম্যাচের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই। ভারতের বিপক্ষে আগের ম্যাচের দলই খেলবে মাসকাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স মাঠে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলা টিভির পর্দায়।

কাতারের বিপক্ষে নিজেদের মাঠে ২-০ গোলে হারলেও জামাল ভূঁইয়াদের লড়াই ছিল দেখার মতো। ঘরের মাঠের পারফরম্যান্স ধরে রেখে ভারতের মাটিতে তো শুরুতে এগিয়েও গিয়েছিল। যদিও শেষ মুহূর্তের গোলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজ জার্সিধারীদের। ওই দুই ম্যাচের একাদশ নিয়েই ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

ওমানের বিপক্ষে একবারই খেলেছে বাংলাদেশ। ১৯৮২ সালে পাকিস্তানের করাচিতে সেই ম্যাচটিতে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে আগের চেয়ে ওমান যে শক্তিশালী, তা বলার অপেক্ষা রাখে না। ‘ই’ গ্রুপে কাতারের পরই তাদের অবস্থান।

বাংলাদেশ কোচ সাধারণত ৪-১-৪-১ ফর্মেশনে খেলাতে পছন্দ করেন। প্রতিপক্ষের আক্রমণ মাঝমাঠেই রুখে দিতে চান তিনি। এজন্য অধিনায়ক জামাল ভূঁইয়ার দায়িত্ব একটু বেশি। বিপলু ও সোহেল রানা থাকবেন তার সামনেই।

এছাড়া ব্যাক লাইনে ইয়াসিন-রায়হানদের পরীক্ষাও কম নয়। ঘাম ঝরাতে হবে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকেও। আর সুযোগ পেলেই নাবীব নেওয়াজ জীবন ও সাদ উদ্দিন ছুটবেন গোলের দিকে।

ম্যাচের আগে অধিনায়ক জামাল বলেছেন, ‘ওমান ম্যাচ সামনে রেখে আমাদের ভালো অনুশীলন হয়েছে। ওমানের আগের খেলার ভিডিও দেখেছি। তাদের শক্তির পাশাপাশি দুর্বলতাও জানা আছে। আমরা সব দিক বিবেচনা করেই শতভাগ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব।’

বাংলাদেশ একাদশ: আশরাফুল ইসলাম রানা; রহমত মিয়া, ইয়াসিন খান, রায়হান হাসান, রিয়াদুল হাসান; জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সোহেল রানা; নাবীব নেওয়াজ জীবন, মোহাম্মদ ইব্রাহিম, সাদ উদ্দিন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা