X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মুমিনুলও পারলেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১১:১৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৫:৩৯

মুমিনুল হক ইন্দোর টেস্টে ভারত ৬ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করায় ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। স্কোর ৩ উইকেটে ৩৭।

এমনিতেই টেস্ট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। এর ওপর এবার অধিনায়কত্ব পাওয়ায় দায়িত্ব আরও বেশি মুমিনুল হক। কিন্তু প্রত্যাশার দাবি মোটেও পূরণ করতে পারলেন না তিনি। দ্বিতীয় ইনিংসে আউট হয়ে গেছেন মাত্র ৭ রানে।

১৬ রানে দুই ওপেনারকে হারালে দায়িত্বশীল একটি ইনিংস প্রত্যাশা ছিল মুমিনুলের কাছ থেকে। ভারত একবার রিভিউ নিলেও বেঁচে গিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। তবে এই রিভিউয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে সামির বলে এলবিডাব্লিউ হওয়া মুমিনুলকে।

সামির ডেলিভারি মুমিনুলের পায়ে লাগলে জোরালো আবেদন করে ভারতীয় খেলোয়াড়রা। কিন্তু তাদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার রড টাকার। যদিও বিরাট কোহলি রিভিউ নিলে ৭ রানে ফিরতে হয় মুমিনুলকে।

শুরুতেই দুই ওপেনারকে হারালো বাংলাদেশ

ঠিক যেন প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। ভুল থেকে একেবারেই শিক্ষা নেননি বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। আবারও দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে ফিরেছেন তারা।

ইমরুলের পর আউট হয়ে গেছেন সাদমান। মাত্র ১৬ রানে দুই ওপেনারকে হারিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে ইশান্ত শর্মার বলে প্যাভিলিয়নে ফেরা সাদমান দ্বিতীয় ইনিংসেও এই পেসারের শিকার। এবার বোল্ড হয়েছেন বাঁহাতি ওপেনার। ইশান্তের ইন সুইং বল সরাসরি আঘাত করে স্টাম্পে। প্রথম ইনিংসের মতো এবারও তার রান ৬।   

আবারও ব্যর্থ ইমরুল

প্রথম ইনিংসে আউট হয়েছিলেন তিনি উমেশ যাদবের বলে। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় পেসারের শিকার ইমরুল কায়েস। কাকতালীয়ভাবে এবারও আউট ৬ রানে।

দ্বিতীয় ইনিংসে পুষিয়ে দেওয়ার সুযোগ ছিল ইমরুলের। তা তো পারলেনই না, উল্টো দলকে আবারও বিপদের মধ্যে ছেড়ে গেছেন। তার বিদায়ে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। উমেশের বলে বোল্ড হয়েছেন ফিরেছেন এই ওপেনার।

তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিংয়ে বাংলাদেশ

ইনিংস ঘোষণা করেছে ভারত। তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে নামেনি স্বাগতিকরা। নতুন দিনের শুরুতেই তাই দ্বিতীয় ইনিংস শুরু করেছে টাইগাররা।

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৪৯৩ রানে শেষ করা ভারত ওই স্কোরেই ঘোষণা করেছে তাদের প্রথম ইনিংস। বাংলাদেশের চেয়ে ৩৪৩ রানে এগিয়ে থেকে বোলিংয়ে নেমেছে বিরাট কোহলিরা।

প্রথম ইনিংসে বাংলাদেশ ও ভারতের পার্থক্য একাই গড়ে দিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। এই ওপেনার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূরণ করে খেলেছেন ২৪৩ রানের ইনিংস। যেখানে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ১৫০ রানে।

বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা ও চেতেশ্বর পূজারাও। তিনজনই পূরণ করেছেন হাফসেঞ্চুরি। রাহানে খেলেন ৮০ রানের ইনিংস, আর পূজারা করেন ৫৪ রান। অন্যদিকে জাদেজা ৬০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছিলেন। তার সঙ্গে ১০ বলে ঝড়ো ২৫ রানের ইনিংস খেলে ফিরেছিলেন উমেশ যাদব।

বাংলাদেশি বোলারদের হতাশার প্রথম ইনিংসে সফল কেবল আবু জায়েদ রাহী। ভারতের হারানো ৬ উইকেটের ৪টিই তার দখলে। আর একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন