X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মুমিনুলের চোখে ব্যর্থতার কারণ

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ২০:৩৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৪৩

সংবাদ সম্মেলনে মুমিনুল বাংলাদেশের টেস্ট ইতিহাস ১৯ বছরের। সময়টা বেশ লম্বা হলেও বড় দৈর্ঘ্যের ক্রিকেটে মানিয়ে নিতে এখনও সংগ্রাম করে যাচ্ছে তারা। ইন্দোরে ভারতের কাছে ইনিংস ও ১৩০ রানে হারের পর আবারও উঠে এলো এই বিষয়টি। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ব্যর্থতার পর মুমিনুল হক জানালেন, যথেষ্ট টেস্ট খেলতে না পারা এই বড় হারের মূল কারণ।

ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে পা রাখলো বাংলাদেশ। কোনও লড়াইয়ের ইঙ্গিত না দিয়ে অসহায় আত্মসমর্পণ করলো স্বাগতিকদের কাছে। ১১৬ টেস্টে ৮৭তম হারের পর মুমিনুল বলেছেন, ‘আমাদের আরও বেশি টেস্ট ম্যাচ খেলতে হবে। আপনারা দেখেন, গত ৭ মাসে আমরা কেবল দুটি টেস্ট খেলেছি। অন্য দলগুলোর মতো আমরা টেস্ট খেলি না। আমি মনে করি এটাই মূল কারণ (ব্যর্থতার)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে বাংলাদেশ আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবে, এতে খুশি মুমিনুল। ২০১৯-২১ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরের বছর টেস্ট খেলবে তারা। এর বাইরে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি করে টেস্ট ম্যাচ আছে বাংলাদেশের। মুমিনুল বলেছেন, ‘আমরা খুশি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তাদের জন্য বিশাল সুযোগ, যারা টেস্ট খেলে। এটা বড় একটা প্রতিযোগিতা। আইসিসি যদি এর আয়োজন না করতো, আমরা বেশি টেস্ট খেলতে পারতাম না। প্রত্যেকের জন্য এটা ভালো হবে।’

টেস্টে এক নম্বর দলের সামনে ব্যাটসম্যানরা চাপে ছিল কিনা প্রশ্নে অধিনায়ক বলেছেন, ‘বোলিং আক্রমণ ছিল চ্যালেঞ্জিং। ওপেনাররা প্রথম ১৫-২০ ওভার খেললে ব্যাটিং লাইন আপের বাকিদের জন্য খেলা সহজ হয়ে যায়। ভারতের ভয়ঙ্কর বোলিং আক্রমণ, তবে আমরাও ব্যাটিং ইউনিট হিসেবে ব্যর্থ। আমরাও আমাদের সুযোগ কাজে লাগাতে পারিনি।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা