X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের আত্মনিবেদন নিয়ে প্রশ্ন বিসিবি প্রধানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ২২:৪৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১১:০৭

সাংবাদিকদের মুখোমুখি নাজমুল হাসান পাপন। ছবি- সাজ্জাদ হোসেন। বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলো ইনিংস ও ১৩০ রানে হারের লজ্জা দিয়ে। ইন্দোরে ভারতের কাছে এমন অসহায় আত্মসমর্পণে ক্রিকেটারদের আত্মনিবেদনের অভাবকে দায়ী করছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার মতে, আত্মনিবেদনে ভারতের ক্রিকেটারদের ধারেকাছেও নেই বাংলাদেশি ক্রিকেটাররা।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন করা হয়। ইন্দোর টেস্টে তিন দিনেই বাংলাদেশের হারের ব্যথা নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল হাসান। লোগো উন্মোচন শেষে ক্রিকেটারদের তীব্র সমালোচনা করেন বোর্ড প্রধান, ‘অনেকেই কাঠামো নিয়ে কথা বলছে। তবে শুধু কাঠামোর কারণে সমস্যা না। আমি মনে করি, এর বাইরে আরও ব্যাপার আছে। এখানে শুধু পিচ বা পরিবেশ তৈরি করে লাভ হবে না। খেলোয়াড়দের মধ্যে থেকেও অনেক কিছু আসতে হবে।’

ভারতের ক্রিকেটারদের উদাহরণ টেনে নাজমুল হাসান বলেছেন, ‘ওদের (ভারত) খেলোয়াড়দের চিন্তাধারাই অন্যরকম। ওদের মন-প্রাণ, জীবন- সব কিছুই ক্রিকেটে। একটা ছেলে জাতীয় দলে সুযোগ পাবে কিনা, তা নিয়ে ওরা (ভারতীয় ক্রিকেটাররা) চিন্তাও করে না। একটা বাচ্চা ছেলে স্কুল টিমে সুযোগ পাবে, এটাই ওদের লক্ষ্য। রঞ্জি ট্রফিতে খেলতে হবে, এতেই জান দিয়ে দিচ্ছে। দিন রাত কষ্ট করছে। জাতীয় দল নিয়ে চিন্তাই করে না। এত ডিসিপ্লিন, এত নিয়ম-কানুন মানে ওরা। আমাদের মধ্যে এই জিনিসটা দেখতে পাই না। এটা এত সহজে আসবে না। হয়তো আসবে, তবে একটু সময় লাগবে।’

ইন্দোরে দ্বিতীয় দিনের খেলা শেষে কোচ রাসেল ডোমিঙ্গো টেস্ট দলকে ঢেলে সাজানোর কথা বলেছিলেন। বোর্ড প্রধানও তার কথায় সায় দিলেন এবং জানালেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাজমুল হাসান বলেছেন, ‘কোচ যেটা বলেছে, সেটা তো নতুন কিছু না। আরও আগেই আমি আপনাদের বলেছিলাম। এখন আমরা অনেক নতুন ছেলেকে ট্রায়াল দেওয়াবো। আমরা ওয়ানডেতে মোটামুটি মানের দল। টি-টোয়েন্টিতে আমাদের অনেক ঘাটতি ছিল। আগামী বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি দলটাও ঠিক করবো। আমাদের (টেস্টে) আলাদা একটি টিম করতে হবে। এটা আমাদের সবচেয়ে দুর্বল জায়গা।  আমরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, আশা করি এক থেকে দেড় বছর পর একটা ভালো টেস্ট টিম আমরা দাঁড় করাতে পারবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা