X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এমন উত্তেজনা আগে দেখিনি: ইডেনের কিউরেটর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৩:১৩আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৭:১৭

ইডেনের কিউরেটর সুজন মুখার্জি। বাংলাদেশ-ভারত দুই দলই এখন পর্যন্ত দিবা-রাত্রির টেস্ট খেলেনি। গোলাপি বলের টেস্টের স্বাদ তারা পেতে চলেছে ২২ নভেম্বর। উপমহাদেশ বলে দুই দলের এই টেস্টকে ঘিরে বিরাজ করছে বাড়তি উত্তেজনা। যা অতিক্রম করে ফেলেছে ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ দ্বৈরথকেও! ইডেন গার্ডেনসের কিউরেটর সুজন মুখার্জি টের পাচ্ছেন সেই উত্তেজনা।

বুধবার সুজন মুখার্জী সংবাদ মাধ্যমকে বলেন, ‘এমন উত্তেজনা আমি এর আগে দেখিনি। পাকিস্তান ও ভারতের ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ থাকে। এখন সেই সব আগ্রহকে ছাড়িয়ে গেছে এই টেস্ট।’

সুজন মুখার্জী জানালেন, টেস্টকে ঘিরে দর্শকদের তুমুল আগ্রহের কথা, ‘টেস্টের টিকিট না পেয়ে দশর্করা হাহাকার করছে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিন্তান ম্যাচ নিয়ে কিছুটা উন্মাদনা ছিল। তাও এবারের মতো নয়। ইডেনে আমি তিন বছর ধরে কিউরেটরের দায়িত্বে আছি। আমি এতো উত্তেজনা দেখিনি।’

ইডেনের এই কিউরেটর আরও জানালেন গুণীজনদের আগমনে এখন কলকাতায় বিরাজ করছে বাড়তি রোমাঞ্চ, ‘এই ম্যাচ ঘিরে কলকাতার মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বহু তারকারা মাঠে থাকবে। সব মিলিয়ে তাই বাড়তি রোমাঞ্চ কাজ করছে’

দ্বিতীয় টেস্টের উইকেট কেমন হবে? এমন প্রশ্নে সুজন মুখার্জী জানালেন, ‘আমার উইকেট স্পোর্টিং হয়। তিন বছর ধরে এখানে সবার জন্য সুবিধা আছে। আমি সেরকম উইকেট বানিয়েছি, যাতে সবার জন্য কিছু থাকে।’

প্রথমবার এসজি বলে খেলা হবে দিবা-রাত্রির টেস্ট। এ বল নিয়ে তার মন্তব্য, ‘আমি ঘরোয়া একটা ম্যাচ গোলাপি বলে করিয়েছিলাম। সেটা ছিল কোকাবুরা বল। আর এটা হবে এসজি বলে। বলের তফাত হতে পারে। মাঠের বা উইকেটের চরিত্র মনে হয় না বদলাবে।’
যেহেতু দিবা-রাত্রির টেস্ট তাই প্রভাব ফেলতে পারে শিশির। তবে সুজন মুখার্জি মনে করেন, ‘আমি সাতটা, সাড়ে সাতটা পর্যন্ত দুই তিনদিন ছিলাম। তাতে যে পরিমাণ শিশির পড়েছে, মনে হয়েছে মানানসই। কালও দেখেছি অতখানি শিশির নেই। আমরা শিশিরের এন্টিডিউ স্প্রে করছি, যাতে শিশির তাড়াতাড়ি নিচে নেমে যায়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা