X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রথম ট্রিপল সেঞ্চুরিতে ওয়ার্নারের কীর্তি

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ১৩:৫৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৪:১২

ট্রিপল সেঞ্চুরির উদযাপন তো এমন হবেই ১ রান নিতেই বুঝে গেছেন বল সীমানা পেরিয়ে যাচ্ছে। দৌড়ের ওপরই হেলমেট খুলে দুই হাত উঁচিয়ে বুনো উল্লাসে মাতলেন ডেভিড ওয়ার্নার। এই বাউন্ডারিতেই যে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পেলেন তিনি। যেভাবে এগোচ্ছিলেন তাতে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসও হয়ে যেতে পারতো। না, তাকে আউট করতে পারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করায় হার না মানা ৩৩৫ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় এই ওপেনারকে।

অ্যাডিলেডের দিবা-রাত্রির টেস্ট আলোকিত হলো ওয়ার্নার বীরত্বে। পাকিস্তানের বোলারদের শাসন করে টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেললেন তিনি। আগের ২৫৩ রানের ইনিংস পেছনে ফেলে পেলেন প্রথম ট্রিপল সেঞ্চুরির স্বাদ। ‍প্রথম দিনের ১৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ওয়ার্নার প্রথম সেশনেই পেয়ে যায় ডাবল সেঞ্চুরি। থামেননি বাঁহাতি ব্যাটসম্যান, আগের টেস্টেই স্বরূপে ফেরা ওয়ার্নার সপ্তম অস্ট্রেলিয়ান হিসেবে তুলে নিয়েছেন ট্রিপল সেঞ্চুরি।

২০১৬ সালের পর আবারও ক্রিকেট বিশ্ব ট্রিপল সেঞ্চুরি দেখলো ওয়ার্নারের সৌজন্যে। শেষবার টেস্টে ত্রিশতক দেখা গিয়েছিল ভারতের করুণ নায়ারের ব্যাটে। তিন বছর পর আসা এই ‘ট্রিপল’ দিবা-রাত্রির টেস্টে মাত্র দ্বিতীয়বার দেখা গেল। প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১৬ সালেই গোলাপি বলের টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পাকিস্তান অধিনায়ক আজহার আলী।

৩০০ ছাড়ানোর পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠা ওয়ার্নারে হুমকির মুখে পড়ে গিয়েছিল ব্রায়ান লারার রেকর্ড। টেস্টের সর্বোচ্চ ৪০০ রানের ইনিংসের মালিক এই ক্যারিবিয়ান কিংবদন্তি। যদিও সেটা হয়নি টিম পেইন ইনিংস ঘোষণা করায়। তবে তার আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন ওয়ার্নার। তিনি ব্র্যাডম্যানের ক্যারিয়ার সর্বোচ্চ ৩৩৪ রান টপকে যাওয়ার পরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

হার না মানা ৩৩৫ রানের অসাধারণ ইনিংস খেলা ওয়ার্নার এখন টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক। ৩৮০ রান করা ম্যাথু হেইডেনের রেকর্ডটা অক্ষুন্নই থাকলো। ২০১২ সালে মাইকেল ক্লার্কের (৩২৯*) পর আবারও কোনও অস্ট্রেলিয়ান পেলেন ট্রিপল সেঞ্চুরি। ৪১৪ বলের ঝলমলে ইনিংসটি ওয়ার্নার সাজিয়েছেন ৩৯ বাউন্ডারি ও ১ ছক্কায়।

ওয়ার্নারের হার না মানা ট্রিপল সেঞ্চুরি ও মার্নাস ল্যাবুশ্যাগনের ১৬২ রানের ইনিংসে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৫৮৯ রানে ঘোষণা করেছে তাদের প্রথম ইনিংস। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া