X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পেইন পাঁচ মিনিট বেশি সময় দেওয়ায় ওয়ার্নারের ‘বিশাল অর্জন’!

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ২২:১১আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২২:৩১

ডেভিড ওয়ার্নার প্রথম ট্রিপল সেঞ্চুরির পরও যেভাবে ছুটছিলেন ডেভিড ওয়ার্নার, তাতে হুমকির মুখে পড়েছিল ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনার ৩৩৫ রান করতেই টিম পেইন ইনিংস ঘোষণা করলেন। হাতে যথেষ্ট সময় আর উইকেট থাকলেও ক্যারিবিয়ান কিংবদন্তিকে পেছনে ফেলার সুযোগ কেন ওয়ার্নারকে নিতে দিলেন না, এজন্য সমালোচিত হচ্ছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। এনিয়ে ম্যাচ শেষে ব্যাখ্যা দিলেন ডন ব্র্যাডম্যান ও মার্ক টেলরকে পেছনে ফেলা বাঁহাতি ব্যাটসম্যান।

দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়ার্নার বলেছেন, লারার রেকর্ড ভাঙার লক্ষ্য তার ছিল না। আর আগে থেকেই ঠিক করা ছিল ইনিংস ঘোষণার সময়। পেইন ইনিংস ‘কাট অফ’ করতে চেয়েছিলেন বিকেল ৫টা ৪০ মিনিটে। তৃতীয় দিন বৃষ্টি হতে পারে, আবহাওয়ার এই পূর্বাভাসে শনিবার বোলারদের সময় দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, যেন কয়েকটি উইকেট পাওয়া যায়। তাতে তৃতীয় দিন বৃষ্টি হলে বোলাররা যথেষ্ট বিশ্রাম নিয়ে পরের দুই দিন বাকি উইকেটগুলো নিতে পারবেন।

ওয়ার্নার আরও জানান, কাট অফের সময় পার হয়ে যাওয়ার পরও ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙতে তাকে ৫ মিনিট বেশি সময় দেন পেইন। পূর্বনির্ধারিত সময়ে ৩৩৪ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার। আর একটি রান নিতেই ব্র্যাডম্যান ও টেলরকে টপকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেরা টেস্ট ব্যাটসম্যানের আসনে বসেন ৩৩ বছর বয়সী ওপেনার। ১২৮তম ওভারের শেষ বলে তার ওই সিঙ্গেলের পরই ইনিংস ঘোষণা করেন পেইন, তখন ঘড়িতে বাজে ৫টা ৪৫ মিনিট।

লারার রেকর্ড ভাঙার চিন্তা মাথায় আনেননি বললেন ওয়ার্নার, ‘আমি এসব নিয়ে ভাবি না। কালকের (রবিবার) আবহাওয়া নিয়ে আমরা ভাবছিলাম, নিজেদের অনেক সময় দিতে চেয়েছিলাম।’ বিষয়টা আরও স্পষ্ট করলেন তিনি, ‘আমাদের পরিকল্পনা ছিল, আজ রাতে আমরা পর্যাপ্ত ওভার পেলে অন্তত কয়েকটি উইকেট পেতে পারি। আমরা ৬টি উইকেট পেয়ে গেলাম। কাল যদি বৃষ্টি হয়, বোলাররা যথেষ্ট বিশ্রাম পাবে। এরপর শেষ দুই দিন বাকি ১৪ উইকেট নেওয়ার চেষ্টা করবে তারা। মাঠে নেমে রেকর্ড করতে হবে বা অন্য কিছু, এমন ভাবনা আমাদের কারও মধ্যে ছিল না।’

ইনিংস ঘোষণা কখন হবে আগেই জানতেন ওয়ার্নার, ‘স্মিথকে সবার প্রথমে জিজ্ঞাসা করেছিলাম। চা বিরতির আগে আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘কখন আমরা ইনিংস ঘোষণা করবো’ এবং তারা বললো ‘৫টা ৪০ মিনিটে’। শেষ ওভারের আগেই সময় (৫টা ৪০ মিনিট) পার হয়ে গিয়েছিল। কিন্তু পেইন চাচ্ছিল, আমি যেন ৩৩৪ রান অতিক্রম করি।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!