X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এমসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড পেলো কিউইরা

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:২০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৩২

বিশ্বকাপে রানার্স-আপ হয় নিউজিল্যান্ড লর্ডসে আইসিসি বিশ্বকাপ ফাইনালে হারলেও মানুষের হৃদয় জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। তাদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারের পর সুপার ওভারও টাই হলে বাউন্ডারির হিসাব-নিকাশে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। মহাকাব্যিক ফাইনাল নানা কারণে বিতর্কিত হলেও কিউইরা কোনও প্রতিক্রিয়া দেখায়নি। মাঠে ও মাঠের বাইরে অসাধারণ ক্রীড়াসুলভ পারফরম্যান্স দেখানোর স্বীকৃতিতে তাদের দেওয়া হলো ২০১৯ সালের ক্রিস্টোফার মার্টিন-জেনকিনস স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড।

লন্ডনের বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারের চতুর্থ বলে মার্টিন গাপটিলের থ্রো বেন স্টোকসের ব্যাটে অনিচ্ছাকৃতভাবে লেগে বাউন্ডারি হয়, ইংল্যান্ডের স্কোরবোর্ডে যুক্ত হয় ৬টি রান। ম্যাচের মোড় ঘুরে যাওয়া এই মুহূর্ত নিয়ে সমালোচনা হয়েছে অনেক, বিশেষজ্ঞদের মতে ৫টি রান যোগ হওয়ার কথা ছিল। শেষ দুটি বলেই সিঙ্গেল নিয়ে ম্যাচ টাই করে স্বাগতিকরা। অবশ্য এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেখায়নি নিউজিল্যান্ড। এমনকি চ্যাম্পিয়ন নির্ধারণে বাউন্ডারির হিসাব নিয়ে তুমুল আলোচনা হলেও নিশ্চুপ ছিল তারা। স্বপ্ন ভাঙার বেদনা নিয়ে দেশে ফিরে যায় কিউইরা।

কেন উইলিয়ামসনদের এই দৃঢ়চেতা মনোভাব হয়েছে প্রশংসিত। এবার এর স্বীকৃতি পেলো রানার-আপরা। স্পিরিট অব দ্য ক্রিকেট অ্যাওয়ার্ডের অন্যতম স্রষ্টা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এর প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারা ব্ল্যাক ক্যাপদের প্রশংসা করেছেন। হ্যামিল্টনে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড টেস্ট ড্র হওয়ার পর উইলিয়ামনদের হাতে তুলে দেওয়া এই পুরস্কার, ‘এই অ্যাওয়ার্ড জয়ের উপযুক্ত দাবিদার নিউজিল্যান্ড দল। লড়াইয়ের উত্তাপের মধ্যেও তারা অসাধারণ স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে, তাও আবার ফাইনালে; এমনকি পুরো টুর্নামেন্টে। আমরা এখনও স্পিরিট অব ক্রিকেট নিয়ে কথা বলি, তারা এই স্বীকৃতির দাবিদার।’

এমসিসির সাবেক প্রেসিডেন্ট ও বিবিসি টেস্ট ম্যাচের বিশেষ ধারাভাষ্যকার মার্টিন জেনকিনসের স্মরণে ২০১৩ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে এমসিসি ও বিবিসি। আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা