X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিলেন আর্থার

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:১৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:১৫

আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার দায়িত্ব নিলেন আর্থার গত বুধবারই আভাস দিয়ে রেখেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দুই বছরের চুক্তিতে শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে তারা নিয়োগ দিলো দক্ষিণ আফ্রিকান মিকি আর্থারকে।

দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানে দারুণ কোচিং ক্যারিয়ার শেষে লঙ্কানদের দায়িত্ব নিলেন ৫১ বছর বয়সী সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার। এসএলসি সেক্রেটারি মোহন সিলভা বলেছেন, ‘মিকিকে নিয়োগ দিতে পেরে আমরা খুব খুশি। বেশ কয়েকটি দেশের প্রধান কোচ ছিলেন তিনি, তার ব্যক্তিত্ব অসাধারণ।’

নিউজিল্যান্ড দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের সঙ্গে স্বল্প মেয়াদের চুক্তিতে ছিলেন আর্থার। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের দায়িত্ব নিয়ে জেতেন ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানকে টেস্ট ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে তোলেন।

ইংল্যান্ড বিশ্বকাপ শেষে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি পাকিস্তান। শ্রীলঙ্কায় এবার শুরু নতুন অধ্যায়, উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে দারুণ কয়েকটি বছর কেটেছে এবং আমার কিছুটা সময় ক্রিকেট থেকে দূরে থাকার দরকার ছিল। শ্রীলঙ্কার চাকরির প্রস্তাব পেয়েই আমি আলোচনা শুরু করলাম। আমি এখানে প্রতিভার খোঁজ করবো এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।’

শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েই আর্থারের প্রথম মিশন সাবেক দলের বিপক্ষে। দুই টেস্টের সিরিজ খেলতে দলকে নিয়ে পাকিস্তান যাবেন। জিম্বাবুয়ান গ্র্যান্ট ফ্লাওয়ার, অস্ট্রেলিয়ান ডেভিড স্যাকার ও শেন ম্যাকডারমটও যোগ দেবেন সাপোর্ট স্টাফ হিসেবে। তবে গ্র্যান্ড ফ্লাওয়ার কেবল সীমিত ওভারের সিরজে ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন। তাতে পাকিস্তান যেতে হচ্ছে না তাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন